রাঙ্গামাটিতে জয়দ্বীপ বন বিহারে কঠিন চীবর দান অনুষ্ঠিত
রাঙ্গামাটি প্রতিনিধিঃ ||
২০২১-১১-১০ ১১:৩৩:১১
রাঙ্গামাটি সদরে জয়দ্বীপ বন বিহারে ১০তম দানোত্তম কঠিন চীবর দান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৭ নভেম্বর) সদর উপজেলার বালুখালী ইউনিয়নের জয়দ্বীপ বন বিহার,কাইন্দ্যা দৌজরী পাড়ায় দিনব্যাপী এ ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে কমিটি পক্ষে কৃতজ্ঞতা শিকার ও স্বাগত বক্তব্য রাখেন বিহার পরিচালনা কমিটির সভাপতি ফুলেশ্বর চাকমা।
এসময় উপস্থিত ছিলেন রাজবন বিহার থেকে আগত মহান ভিক্ষু,সংঘ, বিহার অধ্যক্ষ শীল বংশ স্থবির, বিহার পরিচালনা কমিটির সভাপতি ফুলেশ্বর চাকমা,হেডম্যান সন্তোষ বিকাশ চাকমা, ছন্দ সেন চাকমা, রনেন বিকাশ চাকমাসহ ৬নং বালুখালী ইউনিয়নের সদস্য-সদস্যা,কার্বারী, দায়ক-দায়িকা প্রমুখ।
সকাল থেকে বিহার প্রাঙ্গণে বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠান, বুদ্ধ মূর্তি দান, সংঘ দান, অষ্টপরিস্কার দান, কঠিন চীবর দান, কল্পতরু দান, রাজ বন বিহারের পেগোডা উদ্দ্যেশে টাকা দান, হাজার প্রদীপ দান, আকাশ প্রদীপ দান, নানাবিধ দানীয় সামগ্রী দান করা হয়।
কঠিন চীবর দানোৎসব উপলক্ষে দায়ক-দায়িকাদের উদ্দেশ্যে ধর্মীয় দেশনা দেন রাজবন বিহার থেকে আগত অনুষ্ঠানের সংঘ নায়ক সত্য প্রেম মহাস্থবির, শীল বংশ স্থবির, সত্য প্রিয় স্থবির, শ্রদ্ধাদর্শী স্থবির, অগ্রসার স্থবির। এসময় ভিক্ষুরা তাদের দেশনায় বুদ্ধের ধর্মীয় অনুশাসন মেনে জগতের সকল প্রাণীর কল্যাণে দায়ক-দায়িকাদের নিবেদিত থাকার আহবান জানান। কঠিন চীব দান শেষে বিশ জন ভিক্ষুকে স্থবির বরন করা হয়।
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357