পরিবহন ধর্মঘটের প্রভাবে ব্রাহ্মণবাড়িয়া থেকে ছেড়ে যায়নি দূরপাল্লার বাস
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ||
২০২১-১১-০৫ ০৬:২৫:৩৪
জ্বালানী তেলের দাম বৃদ্ধি পাওয়ায় পরিবহন ধর্মঘটের প্রভাবে ব্রাহ্মণবাড়িয়ায় বন্ধ রয়েছে আন্তঃজেলা বাস চলাচল। তবে জেলার অভ্যন্তরে লোকাল বাস চলাচল স্বাভাবিক রয়েছে। পরিবহন শ্রমিকরা জানিয়েছেন শুক্রবার সকাল থেকে দূরপাল্লার কোন বাস ব্রাহ্মণবাড়িয়ার ভাদুঘরস্থ জেলা টার্মিনাল থেকে ছেড়ে যায়নি। এতে বিপাকে পড়েছে ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকাসহ বিভিন্ন গন্তব্যে চলাচলকারী সাধারণ যাত্রীরা। জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ হানিফ মিয়া জানান, ধর্মঘটের কারণে রাজধানী ঢাকায় যাত্রীবাহি বাস প্রবেশ করতে না পারায় ব্রাহ্মিণবাড়িয়া থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। তবে লোকাল পরিবহনগুলো আগের মতই চলাচল করছে।
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357