ঘোড়াশাল পৌরসভায় নৌকার জয়

হাজী জাহিদ, নরসিংদী || ২০২১-১১-০২ ১১:৪৫:১২

image
নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌরসভা নির্বাচনে মেয়র পদে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী আল মুজাহিদ হোসেন তুষার। মঙ্গলবার (২ নভেম্বর) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত প্রথমবারের মত ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ শেষে রাত ৮ টার দিকে এ ফলাফল জানানো হয়। নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ঘোড়াশাল পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করা হাতপাখা প্রতীকের ইসলামী আন্দোলন বাংলাদেশের ইকরাম হোসেন ৫০৬ ভোট, মোবাইল প্রতীকের আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী তানজিরুল হক রনি ১ হাজার ৯৬৪ ভোট ও নৌকা প্রতীকের আওয়ামী লীগের প্রার্থী আল মুজাহিদ হোসেন তুষার ২৮ হাজার ২৫৫ ভোট পেয়েছেন। পরে বিপুল ভোটে বিজয়ী হওয়া নৌকা প্রতীকের আওয়ামী লীগের আল-মুজাহিদ হোসেন তুষারকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেন জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা মেছবাহ উদ্দিন। উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, এবারই প্রথম ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) বোতাম টিপে ভোট দিয়েছেন ঘোড়াশাল পৌর এলাকার ভোটাররা। নির্বাচনে ৩ মেয়র প্রার্থী ছাড়াও ৯টি ওয়ার্ডে কাউন্সিলর পদে ৫৩ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। প্রথম শ্রেণির শিল্প কলকারখানা সমৃদ্ধ পৌরসভা। এই পৌরসভাটির ৯টি ওয়ার্ডের ২৪টি কেন্দ্রের ১৮৬টি বুথে এই ভোট গ্রহণ হয়। মোট ৬২ হাজার ২৪৮ জন ভোটারের মধ্যে পুরুষ ৩১ হাজার ৮৬১ ও নারী ৩০ হাজার ৩৮৭ জন। নির্বাচনে মোট ভোট পড়েছে ৩০ হাজার ৭২৮টি। সরেজমিনে অন্তত ১০টি ভোটকেন্দ্র ঘুরে দেখা গেছে, সবগুলো ভোট কেন্দ্রেই ভোট দিতে আসা স্থানীয় লোকজনের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছিল। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সকাল থেকেই কেন্দ্রগুলোতে নারী ও পুরুষ ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। নির্বাচনের পরিবেশ নিয়ন্ত্রণে রাখতে মোট ৯টি ভোটকেন্দ্রে ৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, প্রতিটি কেন্দ্রে একজন পুলিশ কর্মকর্তার নেতৃত্বে পুলিশ ও আনসার সদস্যরা অবস্থান করেন। এছাড়াও র‌্যাবের তিনটি টিম ও তিন প্লাটুন বিজিবি পুরো পৌর এলাকায় টহল দেয়। সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মো. মেজবাহ উদ্দিন জানান, ঘোড়াশাল পৌরসভার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। এতে মেয়র পদে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী আওয়ামীলীগের আল-মুজাহিদ হোসেন তুষার। মোট ৩০ হাজার ৭২৮ জন ভোটার নির্বাচনে ভোট দিয়েছেন। এর মধ্যে ১৫টি ভোট বাতিল হয়েছে। ৪৯ দশমিক ৩৭ শতাংশ ভোট কাস্ট হয়েছে।

Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357

News & Commercial Office :
Phone: 096 9612 7234 & 096 1175 5298
e-mail: financialpostbd@gmail.com
HAC & Marketing (Advertisement)
Call: 01616 521 297
e-mail: tdfpad@gmail.com