লালমনিরহাটে ৪ পা-ওয়ালা মুরগী
লালমনিরহাট প্রতিনিধি : ||
২০২১-১১-০১ ১১:১১:৩০
লালমনিরহাটের হাতীবান্ধা রেলওয়ে ষ্টেশনের পাশে হরিজন সম্প্রদায়ের উজ্জ্বল বাসফোর বাড়িতে ৪ পা-ওয়ালা একটি মুরগীর দেখা মিলেছে।
উজ্জ্বল বাসফোর'র পুত্র ৫ ম শ্রেনীর ছাত্র চাঁদ বাসফোর ১ মাস আগে ১৭০ টাকা দিয়ে বাজার থেকে মুরগীটি ক্রয় করেছেন। মুরগীটি সে পরম যত্নে পালন করেছে। লেখাপড়ার ফাঁকে মুরগীর যত্নে ব্যস্ত থাকেন চাঁদ। মুরগীটি দেখার জন্য ওই বাড়িতে লোকজন ভীর করছেন।
স্থানীয় লোকজন জানান, বিভিন্ন সময় আমরা দেখি চাঁদ বাড়ির সামনে পশু পাখি নিয়ে খেলা করেন। পশু পাখির প্রতি যেন তার অন্যরকম ভালোবাসা।
চাঁদ বাসফোর জানান, মুরগীটি সে বিক্রি করবেন না। যত দিন সম্ভব হয় সে লালন-পালন করে বড় করবেন।
কি কারণে মুরগীর ২ পায়ের স্থলে ৪ পা হলে এমন প্রশ্ন উত্তরে হাতীবান্ধা উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডা: এনামুল হক বলেন, জেনেটিক্স গত কারণে এমনটি হতে পারে। তারপর আমি ওই মুরগীটি দেখে বিস্তারিত বলতে পাবো।
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357