পাবনায় বিএসটিআই অফিস স্থাপন নিয়ে মতবিনিময় সভা

পাবনা প্রতিনিধিঃ || ২০২১-১১-০১ ১০:৫৬:৩৮

image
পাবনার ব্যবসায়ী ও শিল্প প্রতিষ্ঠান মালিকদের সুবিধার্থে বাংলাদেশ স্ট্যার্ন্ডাস এন্ড টেষ্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই) পাবনায় অফিস স্থাপন করতে যাচ্ছে। এ জন্য আজ সোমবার বিকেলে বিএসটিআই‘র একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল প্রস্তাবিত স্থান পরিদর্শন করেন। এর আগে ঢাকা থেকে আগত প্রতিনিধি দল বিকেলে পাবনা সার্কিট হাউসে প্রস্তাবিত স্থান ও ব্যবসায়ীদের নানা সমস্যা নিয়ে পাবনার ব্যবসায়ী প্রতিনিধি, সাংবাদিক, সুধি সমাজ ও গণ্যমান্য ব্যাক্তিদের সঙ্গে মতবিনিময় করেন। শিল্প মন্ত্রনালয়ের প্রতিষ্ঠান বাংলাদেশ ইন্সটিটিউট অব ম্যানেজমেন্ট (বিআইএম) এর একাউন্টিং ও ফিনান্সিয়াল ও ম্যানেজমেন্টের উর্ধতন ব্যবস্থাপনা উপদেষ্টা ও বিভাগীয় প্রধান এম. আমিনুর প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে বক্তব্য রাখেন। বাংলাদেশ স্ট্যার্ন্ডাস এন্ড টেষ্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই) এর রাজশাহী বিভাগীয় উপ-পরিচালক প্রকৌশলী মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য আরও রাখেন পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান, পাবনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি পরিচালক এএইচএম রেজুয়ান জুয়েল, উত্তরণ পাবনা'র সভাপতি ও ফিনান্সিয়াল পোস্ট এর পাবনা প্রতিনিধি আলমগীর কবীর হৃদয়, চেম্বারের সচিব আব্দুর রাজ্জাক, পেট্রোল পাম্প মালিক সমিতির সভাপতি ইনসাফ আহমেদ, ইউনিভার্সাল ফুডের মনিরুল হক, হামিদ ওয়েল মিলের মো. আব্দুল হামিদ, এমএস ফুডের মাহবুবুল আলম, ঠিকাদার নাহিদ হোসেন, সাংস্কৃতিক কর্মি ইছামতি থিয়েটার পাবনার পরিচালক ভাস্কর চৌধুরী, ফটো সাংবাদিক হাসান মাহমুদ ডি প্রমুখ। মতবিনিময় সভায় পাবনার ব্যবসায়ীরা তাদের সমস্যা তুলে ধরেন। পরে প্রতিনিধি দল শহরের নুরপুর বালিয়াহালট এলাকায় পাবনা ঈশ্বরদী মহাসড়কের পাশে প্রস্তাবিত স্থান পরিদর্শন করেন।

Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357

News & Commercial Office :
Phone: 096 9612 7234 & 096 1175 5298
e-mail: [email protected]
HAC & Marketing (Advertisement)
Call: 01616 521 297
e-mail: [email protected]