কোন ষড়যন্ত্রই বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতি থামাতে পারবে না--হুইপ

দিনাজপুর প্রতিনিধিঃ || ২০২১-১০-৩১ ০৭:৩১:২২

image

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সকল মানুষের কথা ভাবেন উল্লেখ করে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেন, কিভাবে দেশের মানুষ উন্নত জীবন পাবে, তাদের জীবনমান উন্নয়ন হবে। সে লক্ষে বিভিন্ন ধরনের সহযোগীতা করে আসছে। শুধু তাই নয় দেশকে কিভাবে উন্নত দেশের কাতারে দ্রুত নিয়ে যাবে সে দিকেও কাজ করে যাচ্ছেন। 

আজ রোববার দুপুরে দিনাজপুর বাসুনিয়াপট্টি শ্রী শ্রী দুর্গা মন্দির ও চকবাজার শ্রী শ্রী হরিসভা মন্দিরের নির্মান উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। 

হুইপ আরোও  বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০৪১ সালের মধ্যে বিশ্বের উন্নত রাষ্ট্রের কাতারে আমাদের অবস্থান হবে। কোন ষড়যন্ত্রই বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতি থামাতে পারবে না। বিএনপি ক্ষমতার ক্ষমতার লোভে যতই ষড়যন্ত্র করুক না কেন, ষড়যন্ত্রকে প্রতিহত করে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে।

বিশেষ অতিথি ছিলেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ হিন্দু ধর্মীয় কল্যান ট্রাস্ট-এর সিনিয়র সহ-সভাপতি মনোরঞ্জনশীল গোপাল। এ সময় মনোরঞ্জনশীল গোপাল এমপি বলেন, ধর্ম যার যার রাষ্ট্র সবার। এ দেশে বসবাসকারী সকল নাগরিকদের অধিকার রাষ্ট্রীয়ভাবে নিশ্চিত করেছেন শেখ হাসিনা। 

এ সময় বক্তব্য রাখেন চকবাজার শ্রীশ্রী হরিসভা মন্দির কমিটির সভাপতি কমল কুমার দাস, সাধারণ সম্পাদক চিত্ত ঘোষ, দিনাজপুর বিএমএর সাধারন সম্পাদক বিকে বোস, শহর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি রায়হান কবীর সোহাগ, সহ-সভাপতি সত্ত ঘোষ, সাধারন সম্পাদক এসএম খালেকুজ্জামান রাজু, বাসুনিয়াপট্টি দুর্গা মন্দির কমিটির সভাপতি ডা. শান্তুনু বসু, সাধারণ সম্পাদক প্রশান্ত সাহা প্রমুখ।

এর পরে হুইপ দিনাজপুর জেলা প্রশাসন সম্মেলন কক্ষে জেলা প্রশাসন, শ্রম অধিদপ্তর এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর দিনাজপুরের আয়োজনে দিনাজপুর জেলার আহত ও অসুস্থ্য শ্রমিকগণের চিকিৎসা, শ্রমিকদের সন্তানদের উচ্চ শিক্ষা ও মৃত শ্রমিকগণের পরিবারবর্গের মাঝে বাংলাদেশ শ্রমিক কল্যান ফাউন্ডেশনের আর্থিক সহায়তার চেক বিতরন  করেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি।  

দিনাজপুর জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকীর সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার আছলাম উদ্দিীন, জেলা ম্যাজিষ্ট্রেট কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর দিনাজপুরের উপ-মহাপরিচালক মোঃ মোস্তাফিজুর রহমান, দিনাজপুর আঞ্চলিক শ্রম অধিদপ্তরের উপ-পরিচালক মোহাঃ আবুল বাসার, শ্রম কর্মকর্তা শাহিনুর ইসলাম প্রমুখ।

এরপর হুইপ ইকবালুর রহিম এমপি দিনাজপুর সদর উপজেলা পরিষদ প্রাঙ্গনে দিনাজপুর কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকেল্পর আওতায় ভুর্তুকি মুল্যে কম্বাইন হারভেস্টার রিপার বাইন্ডার, রাইস ট্রান্সপ্লান্টার, পাওয়ার থ্রেসার ও মেইজ শেলার প্রভুতিসহ কৃষি যন্ত্রপাতি বিতরন করেন।  এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসারসহ কৃষি সম্প্রসারন অধিদপ্তরের নেতৃবৃন্দ।

Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357

News & Commercial Office :
Phone: 096 9612 7234 & 096 1175 5298
e-mail: [email protected]
HAC & Marketing (Advertisement)
Call: 01616 521 297
e-mail: [email protected]