নবীনগরে ইউপি নির্বাচন শতভাগ নিরপেক্ষ হবে-সাংসদ মো.এবাদুল করিম বুলবুল

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ || ২০২১-১০-৩০ ০৭:৫৩:৪৮

image

নৌকা প্রতীক পেয়ে নিজেকে বিজয়ী না ভেবে, জনগনের কাছে গিয়ে ভোট প্রার্থনা করুন। আগামী ইউপি নির্বাচন শতভাগ নিরপেক্ষ হবে। জনগনই নির্ধারন করবেন কে হবেন তাদের চেয়ারম্যান। গতকাল শনিবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের উপজেলা প্রশাসনের মাসিক আইন শৃক্সখলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সংসদ সদস্য মো. এবাদুল করিম বুলবুল এ কথা বলেন। 

তিনি আরো বলেন, সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করায় নবীনগরে গত এক বছরে কোন  দাঙ্গা হয়নি। বর্তমানে নবীনগরে আইনশৃক্সখলা পরিস্থিতি ভালো রয়েছে।শিবপুর-রাধিকা সড়ক ও সিতারামপুর ব্রীজসহ বিভিন্ন এলাকায় উন্নয়নমূলক কাজ চলছে। স্বাস্থ্য বিভাগের মান উন্নত হচ্ছে। শিক্ষার মান বাড়াতে সকলকে সচেতন হবে। নবীনগর সদরকে যানজট মুক্ত করতে সকল পদক্ষেপ নেওয়া হবে এবং ড্রাইভিং লাইেসেন্স ছাড়া কোন গাড়ি চলতে দেওয়া হবেনা। নবীনগর শহরের ভিতর নতুন রাস্তা তৈরি করতে আমরা কাজ করছি।

নবীনগর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. একরামুল সিদ্দিকের সভাপতিত্বে এসময় অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন,উপজেলা চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান মনির, পৌর মেয়র এড. শিব সংকর দাস, সহকারী কমিশনার (ভূমি) মোঃ মোশারফ হোসাইন, ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক ও মহিলা ভাইস চেয়ারম্যান শিউলী রহমান, ওসি মো. আমিনুর রশিদ,আওয়ামীলীগ নেতা মো. সাইফুর রহমান সোহেল, প্রেসক্লাব সভাপতি জালাল উদ্দিন মনির, ইউপি চেয়ারম্যান মৌসুমী আক্তার, ফিরোজ মিয়া প্রমুখ।

Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357

News & Commercial Office :
Phone: 096 9612 7234 & 096 1175 5298
e-mail: [email protected]
HAC & Marketing (Advertisement)
Call: 01616 521 297
e-mail: [email protected]