নবীনগরে আওয়ামীলীগের মনোনয়ন পেয়েছেন যারা

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধিঃ || ২০২১-১০-২৬ ১০:৫৮:৩১

image
আগামী ২৮ নভেম্বর তৃতীয় ধাপে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় একক প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। সোমবার রাতে গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের বৈঠকে দলীয় প্রার্থী চূড়ান্ত করা হয়। এতে সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার বিকেলে আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে নবীনগর উপজেলার দলীয় মনোনীত একক প্রার্থীর নাম ঘোষণা করা হয়। এতে নবীনগর উপজেলার ১৩টি ইউনিয়নে আওয়ামী লীগের নৌকা প্রতীকে দলীয় মনোনয়ন নিয়ে সকল জল্পনার অবসান হয়েছে। দলীয় বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৩ ইউনিয়নে নৌকার জন্য মনোনিত প্রার্থীরা হলেন- সলিমগঞ্জ ইউনিয়নে মাইনুল হক সিকদার।বড়িকান্দিতে লুৎফর রহমান লাল মিয়া। শ্যামগ্রামে শামসুজ্জামান খান মাসুম। রতনপুরে ইউপিতে সৈয়দ জাহিদ হাসান শাকিল। সাতমোড়ায় ইউপিতে মো: জসিম উদ্দিন আহমেদ। রসুল্লাবাদে মো: আলী আকবর। লাউর ফতেহপুরে মো: মজিবুর রহমান সওদাগর। জিনদপুরে মো: আব্দুর রউফ। ইব্রাহিমপুরে মো: আবু মুছা। শ্রীরামপুরে মো: সৈয়দুজ্জামান।নবীনগর পশ্চিমে মো: ফিরোজ মিয়া। নবীনগর পূর্ব ইউপিতে আবদুল্লাহ আল মামুন। এ ছাড়া বীরগাঁও ইউপিতে চেয়ারম্যান পদে নৌকার প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন আনোয়ার হোসেন। এ দিকে বিভিন্ন পর্যায়ে দৌড়ঝাঁপের পরও মনোনয়ন না পেয়ে অনেকে হতাশা প্রকাশ করেছেন। তারা বলেছেন, ত্যাগের কোনো মূল্যায়ন নেই। আবার কেউ কেউ স্বতন্ত্রপ্রার্থী হওয়ার জন্য প্রস্তুতি নিতে শুরু করেছেন। তবে সংশ্লিষ্ট সূত্র বলছে, মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন ২ নভেম্বর জানা যাবে, নির্বাচনী মাঠে নৌকার প্রতিপক্ষ কারা আসছেন।

Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357

News & Commercial Office :
Phone: 096 9612 7234 & 096 1175 5298
e-mail: [email protected]
HAC & Marketing (Advertisement)
Call: 01616 521 297
e-mail: [email protected]