দিনাজপুরে কবরস্থানের জমি দখল বন্ধের দাবী

দিনাজপুর প্রতিনিধিঃ || ২০২১-১০-২৫ ০৭:০৬:০৫

image

দিনাজপুরের বীরগঞ্জের করবুলা ডাঙ্গা কবরস্থানের ১৫ একর জমি দখল করে মাটি কাটার প্রতিবাদে ইউএনও বরাবরে এলাকাবাসীর অভিযোগ। কবরস্থানে জমির গাছপালা ও মাটি কাটাকে কেন্দ্র করে এলাকায় ২টি গ্রæপের উতপ্ত পরিস্তিতি তৈরী সৃষ্টি হয়েছে।  গ্রামবাসীর উভয় পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা করছে । 

আজ সোমবার  করবুলা ডাঙ্গা কবরস্থান সংস্কার, উন্নয়ন কমিটির সভাপতি ইউসুফ আলী  জানায়, মোহনপুর ইউনিয়নের ৪টি ও মরিচা ইউনিয়নের ৩টি সহ ৭টি মৌজার ৩৪৮, ৬৯৮, ৬৯৯ দাগের ১নং খাস খতিয়ানের ৫.৭১ একর ও কেদার নাথ জমিদারের ৫৬৫ দাগের ২নং খাস খতিয়ানের মোট ১৫.১৯ একর জমি নিয়ে করবুলা ডাঙ্গা কবরস্থান। কবরস্থান পরিচালনা কমিটি সীমানা নির্ধারনের জন্য উপজেলা নির্বাহী অফিসারের নিকট আবেদন করার কারনে দখলদার বাহিনীর হুমকির মুখে রয়েছে। 

জসিম উদ্দিন, তসলিম উদ্দিন সহ এলাকাবাসী জানায়, কবর স্থানের জমি স্থানীয় দিলবর, জলিল, নুর ইসলাম (পাষান)সহ বেশ কয়েকজন জবর দখল করে বাড়ীঘর নির্মান করে বসবাস করছে। এলাকার কেউ মারা গেলে করবুলা কবর স্থানে মাটি দিতে বাধা দেয় তারা। এমনকি জমির গাছপালা ও মাটি কেটে বিক্রয় করে সমতল ভুমি বানিয়ে আবাদ করছে।

মোহনপুর ইউপি সদস্য তসলিম উদ্দিন জানায়, কবরস্থানটি সংস্কারের লক্ষে ৭ গ্রামের জনগনের উপস্থিতিতে একটি কমিটি গঠন করা হয়েছে ।

মোহনপুর ইউনিয়নের ভুমি উপসহকারী কর্মকর্তা আরজিনা খাতুন জানায়, কবরস্থানের মাটি কাঁটার সংবাদ পেয়ে সরজমিনে গিয়ে মাটি কাটা বন্ধ করে দেওয়া হয়েছে। 

অভিযুক্ত পরিবারের সদস্য সাইফুল ইসলাম, মন্তাজ আলী জানায়, কেদার নাথ জমিদারের ২নং খাস খতিয়ানের ৬ একর জমার জমি ১৯৬৭ সালে তারা বন্দবস্ত পেয়ে অদ্যাবধী ভোগদখল করছে এবং বাড়ীঘর নির্মান করে বসবাস করছে। যার দলিল, খাজনা, খারিজ সহ সকল কাগজপত্র সঠিক আছে। তারা কবরস্থানের জমির মাটি কাটেনি। বন্দবস্তকৃত জমিটি আবাদের সুবিদার্থে সমান করা হয়েছে মাত্র। 

উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল কাদের অভিযোগের সত্যতা স্বীকার করে বলেন, অভিযোগটি পেয়ে সঠিক ঘটনা উদঘাটনের জন্য সহকারী কমিশনার (ভুমি) কে তদন্তের জন্য নির্দেশ দেওয়া আছে। তদন্ত রির্পোট না পাওয়া পর্যন্ত কিছু বলা যাচ্ছে না।

Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357

News & Commercial Office :
Phone: 096 9612 7234 & 096 1175 5298
e-mail: [email protected]
HAC & Marketing (Advertisement)
Call: 01616 521 297
e-mail: [email protected]