নৌ পরিবহন অধিদপ্তরের আঞ্চলিক সার্ভে, রেজিষ্টেশন এন্ড পরিদর্শনে পটুয়াখালীর পক্ষথেকে গতকাল বৃহস্পতিবার সকাল থেকে রাত পর্যন্ত পটুয়াখালী জেলার কলাপাড়া থানার আলীপুর-মহিপুর এলাকার খাপড়াভাঙ্গা নদীতে অভিযান পরিচালনা করে ট্রলার মালিকের ট্রলারের এবং চালকের বৈধ কাগজপত্র না থাকার অপরাধে জরিমানা করা হয়।
১। মোঃ মোক্তার হোসেন (৪০) পিতা-মৃত নোমান সরদার, সাং-পুড়া, থানা-টঙ্গীবাড়ী, জেলা-মুন্সীগঞ্জকে ২০,০০০/- টাকা, ২। মোঃ সবুজ (২৫) পিতা-মোঃ সোহাগ, সাং-মরিচ বুনিয়া, থানা-বানারিপাড়া, জেলা-বরিশালকে ৩০,০০০/- টাকা, ৩। মোঃ দেলোয়ার মৃধা, পিতা-মৃত মোঃ মৃধা, সাং-মনসাতলী, থানা-মহিপুর, জেলা- পটুয়াখালীকে ৩০,০০০/- টাকা, ৪। মোঃ সিরাজুল (২৫) পিতা-মোঃ সুলতান সিকদার, সাং-উত্তর কলার দোয়াদিয়া, থানা-নাজিরপুর, জেলা-পটুয়াখালীকে ১০,০০০/- টাকা, ৫। মোঃ ইউনুস হাওলাদার(৫০) পিতা-মৃত কেরামত আলী হাওলাদার, সাং-নাজিরপুর, থানা-মহিপুর, জেলা-পটুয়াখালীকে ৩০,০০০/- টাকা, ৬। মোঃ সুমন বেপারী(৩০) পিতা-মৃত সাহাবউদ্দিন বেপারী, সাং-লোহালিয়া, থানা-সদর, জেলা-পটুয়াখালীকে ৫০,০০০/-টাকা, ৭। মোঃ সাহিদ (৫০) পিতা-মৃত আঃ রব, সাং-বাইনতলা, থানা-কলাপাড়া, জেলা-পটুয়াখালীকে ৩০,০০০/- টাকা, ৮। মোঃ কবির, পিতা-মোকাদের মিয়া, সাং-বিনা, থানা-নেছারাবাদ, জেলা-পিরোজপুরকে ১০,০০০/- টাকা, ৯। মোঃ জুয়েল(৩০) পিতা-মোঃ দুলাল, সাং- শিক্ষাগ্রাম, থানা-আকেলজান্ডার, জেলা-লক্ষীপুরকে ১০,০০০/- টাকা, ১০। মোঃ শাহজালাল আকন্দ(৪০) পিতা-ফরজ আলী, সাং-পুরাতন বাজার, থানা-মহিপুর, জেলা-পটুয়াখালীকে ৫০,০০০/- টাকা, ১১। মোঃ আল আমিন হাওলাদার(২৫) পিতা-মনির হাওলাদার, সাং-ছোট বিঘাই, থানা-তালতলী, জেলা-বরগুনাকে ৩০,০০০/- টাকা, ১২। মোঃ আল আমিন(৩০) পিতা-সাদ্দাম মাঝি, সাং-মধ্য হজুরা, থানা-কলাপাড়া, জেলা-পটুয়াখালীকে ১০,০০০/- টাকা, ১৩। মোঃ জালাল ফকির (৪০) পিতা-ইসমাইল ফকির, সাং-পুরাতন মহিপুর, থানা-মহিপুর, জেলা-পটুয়াখালীকে ১০,০০০/- টাকা, ১৪। আব্দুল সহিদ, পিতা-আবু আল হোসেন, সাং-সবুজ গ্রাম, থানা-রামগতি, জেলা-লক্ষীপুরকে ১০,০০০/- টাকা, ১৫। আব্দুল সহিদ, পিতা-আবু আল হোসেন, সাং-সবুজ গ্রাম, থানা-রামগতি, জেলা-লক্ষীপুরকে ১০,০০০/- টাকা, ১৬। আব্দুল সহিদ, পিতা-আবু আল হোসেন, সাং-সবুজ গ্রাম, থানা-রামগতি, জেলা-লক্ষীপুরকে ১০,০০০/- টাকা, ১৭। আব্দুল সহিদ, পিতা-আবু আল হোসেন, সাং-সবুজ গ্রাম, থানা-রামগতি, জেলা-লক্ষীপুরকে ১০,০০০/- টাকা, ১৮। আব্দুল সহিদ, পিতা-আবু আল হোসেন, সাং-সবুজ গ্রাম, থানা-রামগতি, জেলা-লক্ষীপুরকে ১০,০০০/- টাকা, ১৯। আব্দুল সহিদ, পিতা-আবু আল হোসেন, সাং-সবুজ গ্রাম, থানা-রামগতি, জেলা-লক্ষীপুরকে ১০,০০০/- টাকা, ২০। আব্দুল সহিদ, পিতা-আবু আল হোসেন, সাং-সবুজ গ্রাম, থানা-রামগতি, জেলা-লক্ষীপুরকে ১০,০০০/- টাকা, ২১। আব্দুল সহিদ, পিতা-আবু আল হোসেন, সাং-সবুজ গ্রাম, থানা-রামগতি, জেলা-লক্ষীপুরকে ১০,০০০/- টাকা, ২২। আব্দুল সহিদ, পিতা-আবু আল হোসেন, সাং-সবুজ গ্রাম, থানা-রামগতি, জেলা-লক্ষীপুরকে ১০,০০০/- টাকা, ২৩। আব্দুল সহিদ, পিতা-আবু আল হোসেন, সাং-সবুজ গ্রাম, থানা-রামগতি, জেলা-লক্ষীপুরকে ১০,০০০/- টাকা, ২৪। মোঃ রুহুল আমিন, পিতা-মৃত হাকিম আলী, সাং- পূর্বচীলা, থানা-আমতলী, জেলা-বরগুনাকে ৫০,০০০/- টাকা, ২৫। মোঃ ফরিদ, পিতা-সালাম মৃধা, সাং-চালিতা বুনিয়া, থানা-গলাচিপা, জেলা-পটুয়াখালীকে ২৫,০০০/- টাকা, ২৬। মোঃ ফারুক, পিতা-ইকরাম হাওলাদার, সাং-কুয়াকাটা, থানা-মহিপুর, জেলা-পটুয়াখালীকে ৩০,০০০/- টাকা, ২৭। হেমায়েত হোসেন, পিতা-মোশারফ হোসেন, সাং-চালিতাবুনিয়া, থানা-গলাচিপা, জেলা-পটুয়াখালীকে ৫০,০০০/- টাকা, ২৮। হুমায়ুন হাং, পিতা-রাজ্জাক হাং, পিতা-নতুন পাড়া, থানা-মহিপুর, জেলা-পটুয়াখালীকে ৩০,০০০/- টাকা, ২৯। শাহারুল ইসলাম, পিতা-কালু হাং, সাং-দক্ষিন রাওগা, থানা-আমতলী, জেলা-বরগুনাকে ৪০,০০০/- টাকা, ৩০। মোঃ মাসুদ, পিতা-মোঃ কামাল হাং, সাং-বড়বাগ, থানা-তালতলী, জেলা-বরগুনাকে ৪৫,০০০/- টাকা, ৩১। মোঃ মতিউর রহমান, পিতা-মোঃ হেমায়েত হোসেন, সাং- ফাসিপাড়া, থানা-কলাপড়া, জেলা-পটুয়াখালীকে ৩০,০০০/- টাকা, ৩২। দুলাল মিস্ত্রী, পিতা-জয়দেব মিস্ত্রী, সাং-চিংরাখালী, থানা-মোড়লগঞ্জ, জেলা-বাগেরহাটকে ৩০,০০০/- টাকা, ৩৩। মোঃ রবিউল, পিতা-মোঃ আঃ করিম, সাং-নতুন পাড়া, থানা-মহিপুর, জেলা-পটুয়াখালীকে ৪০,০০০/- টাকা, ৩৪। মোঃ রুহুল আমিন, পিতা-খালেক বয়াতি, সাং-বড়াই, থানা-বাকেরগঞ্জ, জেলা-বরিশালকে ৫০,০০০/- টাকা, ৩৫। মোঃ দুলাল, পিতা-নুর আলম, সাং-লতিফপুর, থানা-মহিপুর, জেলা-পটুয়াখালীকে ৩০,০০০/- টাকা, ৩৬। মোঃ ইব্রাহিম, পিতা-মোঃ আঃ রহিম, সাং-মুসল্লিবাদ, থানা-মহিপুর, জেলা-পটুয়াখালীকে ৪০,০০০/- টাকা, ৩৭। মোঃ মুছা, পিতা-মোঃ আঃ হাই ফরজী, সাং- হাজিপুর, থানা-কলাপাড়া, জেলা-পটুয়াখালীকে ৫০,০০০/- টাকা, ৩৮। মোঃ আবুল কালাম, পিতা-মোঃ ইউসুফ আলী, সাং-খাজুরা, থানা-মহিপুর, জেলা-পটুয়াখালীকে ৩০,০০০/- টাকা, ৩৯। মোঃ বসির হাং, পিতা-আরশাদ তালুকদার, সাং-খাজুরা, থানা-মহিপুর, জেলা-পটুয়াখালীকে ৩০,০০০/- টাকা, ৪০। কবির হাওলাদার, পিতা-কুটি মিয়া, সাং-মেহেরপুর, থানা-কলাপাড়া, জেলা-পটুয়াখালীকে ৪০,০০০/- টাকা, ৪১। আমজাদ হোসেন, পিতা-আঃ রব, সাং-কালারাজা, থানা-গলাচিপা, জেলা-পটুয়াখালীকে ৫০,০০০/- টাকা সহ সর্বমোট ১১,১০,০০০/- টাকা জরিমান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ভ্রাম্যমান আদালতে পরিচালক (উপ সচিব) জনাব বদরুল হাসান লিটন, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (সমগ্র বাংলাদেশ), নৌ পরিবহন অধিদপ্তর, ঢাকা এবং স্পেশাল অফিসার মেরিন সেইফটি (সিনিঃ সঃ সচিব) জনাব আলীনুর খান, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (সমগ্র বাংলাদেশ), নৌপরিবহন অধিদপ্তর, ঢাকা, অভ্যন্তরীন নৌ-পরিবহন অধ্যাদেশ ১৯৭৬ এর ৩৩ এবং ৬১ (৯) ধারা এবং আইএসও-৭৬ এর ৩৩, ৫৬, ৬৬(খ) ধারা মোতাবেক জরিমানা প্রদান করা হয়।
সেসময় মোবাইল কোর্ট প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন নৌ পরিবহন অধিদপ্তরের পটুয়াখালী ও বরগুনা জেলার দায়িত্ব প্রাপ্ত মেরিন ইনেসপেক্টর এম আর মোস্তফা।
তিনি আরও বলেন, রেজিষ্টেশন, সার্ভেফি, ভ্যাট-ট্রাক্স ফাকি দিয়ে নদীপথে চলাচলকারী অবৈধ নৌযানের বিরুদ্ধে ভবিষ্যতে আরো মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।
মোবাইল কোর্ট পরিচালনার সময় আইন বাস্তবায়নে সহযোগীতা করেন, নৌ-পুলিশ, বাংলাদেশ কোষ্ট গার্ড ও র্যাব-৮ পটুয়াখালী।
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357
News & Commercial Office :
Phone: 096 9612 7234 & 096 1175 5298
e-mail: financialpostbd@gmail.com
HAC & Marketing (Advertisement)
Call: 01616 521 297
e-mail: tdfpad@gmail.com