বিশ্বে একদিনেই প্রাণ ঝরল ৭ হাজার, আক্রান্ত ৯৭ লাখ

ডেস্ক রিপোর্ট : || ২০২০-০৬-২৬ ০১:০১:৩১

image

বিশ্বব্যাপী আবারও জোরালো আঘাত হানা শুরু করেছে মহামারি করোনা ভাইরাস। ইতিমধ্যে ভাইরাসটির ক্ষতির মুখে পড়েছেন বিশ্বের ৯৭ লাখের বেশি মানুষ। আর প্রাণ ঝরেছে এখন পর্যন্ত ৪ লাখ প্রায় ৯১ হাজার জনের। এর মধ্যে গত একদিনে মৃত্যু ৭ হাজারের বেশি। যদিও সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন প্রায় সাড়ে ৫২ লাখ ভুক্তভোগী।

অন্যদিকে, হাতেগোনা কয়েকটি দেশ স্বাভাবিক অবস্থায় ফিরলেও মুক্ত হচ্ছে না পুরোপুরি। এমনকি নিয়ন্ত্রণে আসা উৎপত্তিস্থল চীনে দ্বিতীয় দফায় সংক্রমণ দেখা দিয়েছে। কম করে হলেও প্রতিদিনই সেখানে নতুন করে আক্রান্তের খবর আসছে গণমাধ্যমগুলোতে।

আজ শুক্রবার বাংলাদেশ সময় সকাল পর্যন্ত বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় আক্রান্তের তালিকায় যুক্ত হয়েছে বিশ্বের ১ লাখ ৮১ হাজার ৩৭১ জন মানুষ। এতে করে সংক্রমিতের সংখ্যা বেড়ে ৯৭ লাখ ২ হাজার ১৮৯ জনে দাঁড়িয়েছে। প্রাণ গেছে আরও ৭ হাজার ২৯ জনের। এ নিয়ে বিশ্বব্যাপী মৃতের সংখ্যা ৪ লাখ ৯০ হাজার ৯৮৮ জনে ঠেকেছে।

এর মধ্যে শুধু মার্কিন যুক্তরাষ্ট্রেই আক্রান্তের সংখ্যা ২৫ লাখ ৪ হাজার ৫৮৮ জনে দাঁড়িয়েছে। প্রাণহানি ঘটেছে এখন পর্যন্ত  ১ লাখ ২৬ হাজার ৭৮০ জনের।

ব্রাজিলে দ্বিতীয় সর্বোচ্চ সংক্রমণে আক্রান্তের সংখ্যা বেড়ে ১২ লাখ ৩৩ হাজার ১৪৭ জনে দাঁড়িয়েছে। আর গত একদিনে সর্বোচ্চ প্রাণহানির রেকর্ডে মৃতের সংখ্যা ৫৫ হাজার ৫৪ জনে ঠেকেছে।

আক্রান্তের তালিকায় তিনে থাকা রাশিয়ায় সংক্রমিতের সংখ্যা ৬ লাখ ১৪ হাজার ছুঁই ছুঁই। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশটিতে এখন পর্যন্ত ৮ হাজার ৬০৫ জনের মৃত্যু হয়েছে করোনায়।

সংক্রমণে চারে থাকা দক্ষিণ এশিয়ার দেশ ভারতে সংক্রমণ এখন ৪ লাখ প্রায় ৭১ হাজার। প্রাণহানি ঘটেছে ১৫ হাজার ৩০৮ জনের।

যুক্তরাজ্যে সংক্রমণ ৩ লাখ ৮ হাজার ছুঁই ছুঁই। মৃতের সংখ্যা ৪৩ হাজার ২৩০ জনে দাঁড়িয়েছে।

এদিকে, নিয়ন্ত্রণে আসা স্পেনে আরও তিনজনের মৃত্যু হয়েছে গত ২৪ ঘণ্টায়। এতে করে প্রাণহানি বেড়ে ২৮ হাজার ৩৩০ জনে দাঁড়িয়েছে। আক্রান্ত ২ লাখ ৯৪ হাজার ৫৬৬ জন মানুষ।

সংক্রমণ ২ লাখ ৬৮ হাজার ছাড়িয়ে গেছে লাতিন আমেরিকার দেশ পেরুতে। মৃত্যু হয়েছে সেখানে ৮ হাজার ৭৬১ জনের।

চিলিতে সংক্রমণ ২ লাখ ৫৯ হাজারের বেশি। এর মধ্যে প্রাণ গেছে ৪ হাজার ৯০৩ জনের।  

ইউরোপে প্রথম আঘাত হানা ইতালিতে ২ লাখ ৩৯ হাজার ৭০৬ জন মানুষ করোনার শিকার। এর মধ্যে পৃথিবী ছেড়েছেন ৩৪ হাজার ৬৭৮ জন মানুষ।

মধ্যপ্রাচ্যের ইসলামি প্রজাতান্ত্রিক দেশ ইরানে আক্রান্তের সংখ্যা বেড়ে ২ লাখ সাড়ে ১৫ হাজার অতিক্রম করেছে। প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে।

লাতিন আমেরিকার দেশ মেক্সিকোয় প্রতিদিনই আশঙ্কাজনকহারে বাড়ছে আক্রান্ত ও মৃতের ঘটনা। ইতিমধ্যেই সেখানে সংক্রমণ ২ লাখ ছাড়িয়ে গেছে। প্রাণ গেছে ২৫ হাজারের বেশি মানুষের।

জার্মানিতে নিয়ন্ত্রণে করোনা। তারপরও দেশটিতে এখন পর্যন্ত ১ লাখ সাড়ে ৯৩ হাজার ৭৮৫ জন মানুষের দেহে মিলেছে করোনার সংক্রমণ। ইউরোপের দেশটিতে মৃতের সংখ্যা ৯ হাজার ছাড়িয়েছে।

দক্ষিণ এশিয়ার আরেক ভুক্তভোগী পাকিস্তানে আক্রান্ত প্রায় ১ লাখ ৯৩ হাজার ছুঁই ছুঁই। মৃত্যু হয়েছে ৩ হাজার ৯০৩ জনের।

আর বাংলাদেশে স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্যমতে, গতকাল বুধবার পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১ লাখ ২৬ হাজার ৬০৬ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে প্রাণহানি ঘটেছে ১ হাজার ৬২১ জনের। আর সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ৫১ হাজার ৪৯৫ জন মানুষ।

Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357

News & Commercial Office :
Phone: 096 9612 7234 & 096 1175 5298
e-mail: financialpostbd@gmail.com
HAC & Marketing (Advertisement)
Call: 01616 521 297
e-mail: tdfpad@gmail.com