পড়াশুনার পাশাপাশি ছাত্রছাত্রীরা খেলাধুলার মাধ্যমে বিনোদন খুজে পাবে : এমপি শাওন

ভোলা জেলা সংবাদদাতা || ২০২১-১০-১২ ১৫:০২:২৬

image

 

ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, ছাত্রছাত্রীরা পড়াশুনার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে তাদের বিনোদন খুজে পাবে। এতে শিক্ষার্থীসহ  যুবককেরা  সকল অসামাজিক কার্যক্রমসহ ইভটিজিং, মাদককে ঘৃণাভরে প্রত্যাখান করবে এবং অনান্য অপরাধ থেকে দুরে থাকবে। পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় সবাইকে উৎসাহিত করার জন্য আমাদের অভিভাবক, শিক্ষক ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। শুধু ফুটবল নয়, সকল ধরণের খেলাধুলার আয়োজন করতে হবে, ক্রিকেট, বলিবল, হাডুডুসহ অনান্য খেলা যাতে শিক্ষার্থীসহ যুবকদের মনোবল চাঙ্গা থাকে।
গত সোমবার (১১ সেপ্টেম্বর) বিকালে  গজারিয়া মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠ  মুজিব শতবর্ষ ফুটবল টুর্ণামেন্ট-২০/২১ এর ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আলোচনা সভায় এসব কথা বলেন এমপি শাওন।
মাদক ছেড়ে মাঠে চলি, মাদকমুক্ত সমাজ গড়ি এই শ্লোগানে লালমোহন উপজেলার গজারিয়া খেলোয়ার কল্যান সংস্থার আয়োজনে মোঃ সুমন বেপারীর সভাপতিত্বে আলোচনা সভায় অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) রাসেলুর রহমান, লালমোহন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফকরুল আলম হাওলাদার, তজুমদ্দিন উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, লালমোহন উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি দিদারুল ইসলাম অরুন, কালমা ইউপি চেয়ারম্যার আক্তার হোসেন, পশ্চিম চর উমেদ ইউপি চেয়ারম্যান আবু ইউসুফ, গজারিয়া গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. সেলিম দফাদার, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন,  লালমোহন থানা অফিসার ইনচার্জ মাকসুদুর রহমান মুরাদসহ আওয়ামীলীগের বিভিন্ন সংগঠনের নেতাকর্মীসহ মাঠ ভর্তি হাজার হাজার দর্শকবৃন্দ।
আজকের ফাইনাল খেলায় গজারিয়া একাদশ বনাম চরফ্যাশন ওসমানগঞ্জ ফুটবল একাদশ অংশগ্রহণ করেন। খেলায় চরফ্যাশন ওসমানগঞ্জ ফুটবল একাদ কে ১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন ট্রপি অর্জন করে গজারিয়া একাদশ।

Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357

News & Commercial Office :
Phone: 096 9612 7234 & 096 1175 5298
e-mail: financialpostbd@gmail.com
HAC & Marketing (Advertisement)
Call: 01616 521 297
e-mail: tdfpad@gmail.com