জাতীয় পার্টির (জাপা) নতুন মহাসচিব হিসেবে নিয়োগ পেয়েছেন মুজিবুল হক চুন্নু। গতকাল শনিবার জাতীয় পার্টি সূত্রে এ তথ্য জানা গেছে।
জাতীয় পার্টির গঠনতন্ত্রের ২০/১ ( ১) ক উপধারা এর প্রদত্ত ক্ষমতাবলে এ আদেশ শনিবার (৯ অক্টোবর) ২০২১ থেকে কার্যকর হবে।
জানা গেছে, জাপা চেয়ারম্যান ও জাতীয় সংসদে বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের এমপি শনিবার এক সাংগঠনিক আদেশে দলের কো-চেয়ারম্যান মো. মুজিবুল হক চুন্নুকে পার্টির মহাসচিব হিসেবে নিয়োগ দিয়েছেন।
এদিকে মহাসচিব হিসেবে নিয়োগ পাওয়ার পর মুজিবুল হক চুন্নু গণমাধ্যমকে বলেন, দলের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের সঙ্গে কথা হয়েছে। তিনি নতুন মহাসচিব হিসেবে আমাকে দায়িত্ব দিয়েছেন।
মুজিবুল হক চুন্নু ১৯৫৩ সালের ১ সেপ্টেম্বর কিশোরগঞ্জে জন্ম গ্রহণ করেন। তিনি ১৯৮৬ সালে অনুষ্ঠিত তৃতীয় জাতীয় সংসদ নির্বাচন ও ১৯৮৮ সালে অনুষ্ঠিত চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে তৎকালীন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য নির্বাচিত হন। মহাজোট প্রার্থী হিসেবে কিশোরগঞ্জ-৩ আসন থেকে ২০০৮ সালে অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হন তিনি। এরপর ২০১৪ সালে অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনেও ৬২ হাজার ৯১৮ ভোট পেয়ে বিজয়ী হন।
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357
News & Commercial Office :
Phone: 096 9612 7234 & 096 1175 5298
e-mail: [email protected]
HAC & Marketing (Advertisement)
Call: 01616 521 297
e-mail: [email protected]