প্রধানমন্ত্রী মানুষের কল্যাণে অবদান রেখে চলেছেন : বস্ত্র ও পাটমন্ত্রী

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি || ২০২১-১০-০৮ ০১:২০:১৩

image

বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতিক বলেছেন, "প্রধানমন্ত্রী শেখ হাসিনা নীতি ও আদর্শের প্রশ্নে পিতার মতোই অবিচল, দৃঢ় ও সাহসী। তিনি দেশের আর্থসামাজিক উন্নয়ন এবং সব শ্রেণি-পেশার মানুষের কল্যাণে যুগান্তকারী অবদান রেখে চলেছেন। ইতিমধ্যে দেশের মানুষ বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের সুফল ভোগ করছে।"

গতকাল বৃহস্পতিবার (৭ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকায় রূপসী নিউমডেল হাই স্কুল এন্ড কলেজ মাঠে "জাতীয় স্যানিটেশন মাস-২০২১" উদ্বোধন উপলক্ষ্যে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বস্ত্র ও পাটমন্ত্রী  গোলাম দস্তগীর গাজী বলেন, ‘স্যানিটেশন আন্দোলনের ফলে গ্রামে, ইউনিয়নে ও উপজেলা পর্যায়ে ল্যাট্রিন ব্যবহারকারীর সংখ্যা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করতে না পারলে আমরা কখনোই নিরাপদ থাকতে পারবো না। পয়োঃবর্জ্য থেকে শুরু করে সব ধরনের ময়লা আবর্জনা যত্রতত্র না ফেলে নির্দিষ্ট স্থানে গর্ত করে ফেলতে হবে। পরিবেশটা সবার, তাই পরিবেশের বিপর্যয় কখনও হতে দেওয়া যাবে না।’
বাংলাদেশ স্যানিটেশন ব্যবস্থায় শতভাগ সফলতা অর্জন করেছে উল্লেখ করে মন্ত্রী বলেন, "স্যানিটেশনে দেশ এগিয়ে গেছে। উন্মুক্ত স্থানে মলমূত্র ত্যাগ বন্ধে বাংলাদেশ শতভাগ সাফল্য অর্জন করেছে।"

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, রূপগঞ্জ উপজেলা আওয়ামী মহিলালীগের সভাপতি ও তারাবো পৌরসভার মেয়র হাসিনা গাজী। সভাপতির বক্তব্যে মেয়র হাসিনা গাজী বলেন, "বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের সার্বিক সহযোগিতায় তারাবো পৌরসভায় একের পর এক উন্নয়ন করেছি। পৌরসভাকে এগিয়ে নিতে আপ্রান চেষ্ঠা চালিয়ে যাচ্ছি। তারাবো পৌরসভার সকল কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারী ও পৌরবাসীর সম্মিলিত প্রচেষ্ঠায় তারাবো পৌরসভায় শতভাগ স্যানিটেশন অর্জনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে প্রত্যাশা করছি।"
দেশ ও সমাজকে ভালবেসে সবাইকে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে হাসিনা গাজী বলেন, ‘পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। সবাইকে নিজের অফিস ও বাড়ি পরিচ্ছন্ন রাখতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার দেশের মানুষের কল্যাণে কাজ করছে। দেশের মানুষকে মশার হাত থেকে রক্ষা করতে সরকার সব ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে। সরকারের পাশাপাশি সবাইকে সচেতন হতে হবে।’
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছিলেন, সেই সোনার বাংলা গড়ার লক্ষ্যে তারই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন উল্লেখ করে মেয়র হাসিনা গাজী বলেন, "প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এ কাজের দায়িত্ব নিয়ে নতুন প্রজন্মকে এগিয়ে আসতে হবে। দেশের উন্নয়নে আমাদের পাশাপাশি তরুণদের কাজ করতে হবে। তরুণ, যুবক কিংবা বৃদ্ধ সকলের দায়িত্ব সমান। তাই সকলকে এক সঙ্গে কাজ করে যেতে হবে।"

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ জিওবি-ইউনিসেফ ওয়াশ প্রকল্পের প্রকল্প পরিচালক ইহতেশামুল রাসেল খান, ইউনিসেফ বাংলাদেশ এর স্পেশালিষ্ট শফিকুল আলম, তারাবো পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, তারাবো পৌরসভার নির্বাহী প্রকৌশলী জেড এম আনোয়ার, তারাবো পৌরসভার কাউন্সিলর আমির হোসেন ভুঁইয়া, আক্তার হোসেন মোল্লা, মাহবুবুর রহমান জাকারিয়া, বিএম আতিকুর রহমান, আনোয়ার হোসেন, জসিম উদ্দিন, রফিকুল ইসলাম মনির, মাহফুজা আক্তার, লায়লা পারভীন ও জোসনা বেগম, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মাহাবুবুর রহমান মেহের, উপজেলা মহিলালীগের সাধারন সম্পাদক শিলা রানী পাল সহ অনেকে।

Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357

News & Commercial Office :
Phone: 096 9612 7234 & 096 1175 5298
e-mail: financialpostbd@gmail.com
HAC & Marketing (Advertisement)
Call: 01616 521 297
e-mail: tdfpad@gmail.com