লালমনিরহাটের আদিতমারী উপজেলা জাতীয় পার্টির (জাপা) সব ইউনিটের নেতা-কর্মী একযোগে পদত্যাগ করেছেন। জেলার সদস্য সচিবের মাধ্যমে জাপা চেয়ারম্যান জিএম কাদের বরাবরে পদত্যাগপত্র দাখিল করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন আদিতমারী জাপার সদ্য পদত্যাগ করা সম্পাদক আব্দুল্লাহ আল-মামুন।
তিনি বলেন, লালমনিরহাট জেলা জাপার আহবায়ক কমিটির সদস্য সচিব জাহিদ হাসান লিমন উপজেলা কমিটির সঙ্গে কোনো যোগাযোগ ছাড়াই একক সিদ্ধান্তে বিভিন্ন পদক্ষেপ নেন। যা জাপার অগ্রযাত্রায় প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। এ কারণে গত ৪ অক্টোবর আদিতমারী জাপার সভা আহবান করা হয়। ওই সভায় উপজেলার আটটি ইউনিয়নের সভাপতি, সম্পাদক ও সাংগঠিনক সম্পাদকসহ সব নেতা-কর্মী জাপা থেকে পদত্যাগের সিদ্ধান্ত নেন।
আব্দুল্লাহ আল-মামুন আরও বলেন, উপজেলা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী উপজেলা কমিটি ও আটটি ইউনিয়নের সব নেতা-কর্মী একযোগে জেলার সদস্য সচিবের মাধ্যমে জাপা চেয়ারম্যান জিএম কাদের বরাবরে পদত্যাগপত্র দাখিল করা হয়েছে।
এ বিষয়ে আদিতমারী জাপার সদ্য পদত্যাগ করা সভাপতি আনোয়ার হোসেন বলেন, অদক্ষ ও অল্প বয়সের একজনকে জেলা জাপার সদস্য সচিব করায় সবাই ক্ষুব্ধ হয়েছেন। জেলা সদস্য সচিব একক ও মনগড়া সিদ্ধান্তে জাপা সাংগঠনিকভাবে দুর্বল হয়ে যাচ্ছে। তাই সব নেতা-কর্মী একযোগে পদত্যাগ করেছি। পদত্যাগপত্র চেয়ারম্যানের কাছে জমা দিয়েছি।
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357
News & Commercial Office :
Phone: 096 9612 7234 & 096 1175 5298
e-mail: [email protected]
HAC & Marketing (Advertisement)
Call: 01616 521 297
e-mail: [email protected]