দ্বিতীয়বারের জন্য অফিসার্স ক্লাবের সম্পাদক হলেন মেজবাহ উদ্দিন

মোঃ জহিরুল হক, ভোলা প্রতিনিধি || ২০২১-১০-০৩ ০৮:২৫:১৭

image
সততা দক্ষতা ও সেবামুখি কর্মকান্ডের কারনে সরকারী কর্মকর্তাদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা পাওয়া ঢাকা অফিসার্স ক্লাবের বর্তমান সাধারন সম্পাদক মেজবাহ উদ্দিন দ্বিতীয় বারের জন্য সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মেজবাহ উদ্দিন অফিসার্স ক্লাব ঢাকার ৫২তম বার্ষিক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য তাকে পুনরায় সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। ২০২০ সালে নির্বাচনের মাধ্যমে এ দায়িত্ব গ্রহণের পর মেজবাহ উদ্দিন অসাধারণ সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। ফলশ্রুতিতে করোনাকালে নির্বাচন এড়িয়ে, মন্ত্রী পরিষদ সচিবের সভাপতিত্বে ১ অক্টোবর অফিসার্স ক্লাবের ৫২ তম সাধারণ সভায় তাকে দায়িত্বের জন্য পুনর্বিবেচিত করা হয়। গঠনতন্ত্র অনুযায়ী, সাধারণ সম্পাদক ক্লাবের প্রশাসনিক প্রধান। সরকারের মন্ত্রিপরিষদ সচিব পদাধিকার বলে অফিসার্স ক্লাবের সভাপতি। বর্তমানে মন্ত্রিপরিষদ সচিব হিসেবে রয়েছেন খন্দকার আনোয়ারুল ইসলাম। ঢাকা অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন পেশাগত পরিচয়ের বাইরে একজন সমাজ সেবক হিসেবে সুনাম কুড়িয়েছেন অনেক। করোনাকালে মানুষের পাশে দাঁড়ানোর অনন্য দৃষ্টান্ত স্থাপন করায় "কোভিড-১৯ হিরো গোল্ড অ্যাওয়ার্ড" শীর্ষক সম্মাননায় ভূষিত হন তিনি। শুধু তাই নয় অফিসার্স ক্লাব ঢাকার অসহায় দুস্থ কর্মচারীদের সহায়তার জন্য একটি বিশেষ কল্যাণ তহবিল গঠন করেছেন মেজবাহ উদ্দিন। এর বাইরে সাধারণ মানুষের জন্যও কাজ করে যাচ্ছেন তিনি। ভোলার চরফ্যাশনে নিজের মায়ের নামে প্রতিষ্ঠিত "ছাবেরা ফাউন্ডেশ"নের মাধ্যমে কয়েক হাজার দুস্থ পরিবারকে করোনাকালে চিকিৎসা সহ বিভিন্ন সহায়তা দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি। নিরঅহংকার ও পরোপকারী এ মানু্ষটি জনহিতকর কাজ ও সবার সঙ্গে মিশে যাওয়ার কারণে মেজবাহ উদ্দিন সবার কাছেই অনেক জনপ্রিয় উঠেছেন। যেমনি প্রশাসনের সর্বস্তরে তেমনি নিজ জেলা ভোলার মানুষের কাছে। তিনি ২০২০ সালের জানুয়ারির শেষ দিকে সরকারি কর্মকর্তাদের প্রতিনিধিত্বকারী সর্ববৃহৎ সংগঠন অফিসার্স ক্লাব ঢাকার নির্বাচনে বিপুল ভোটে সাধারণ সম্পাদক নির্বাচিত হন। বিভিন্ন সামাজিক অনুষ্ঠান থেকে শুরু করে জনসেবামূলক কাজ, সাংস্কৃতিক পৃষ্ঠপোষকতাসহ নানা ক্ষেত্রে জড়িত থাকায় সবার সঙ্গেই তার হৃদ্যতা। বর্তমানে তিনি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে কর্মরত আছেন। বিসিএস ১১ ব্যাচের এই কর্মকর্তা এর আগে স্বরাষ্ট্রমন্ত্রীর সাবেক পিএস, খুলনার জেলা প্রশাসক, চট্টগ্রাম এর জেলা প্রশাসক, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করেছেন এবং বাংলাদেশের শ্রেষ্ঠ ডিসি হিসাবে প্রধানমন্ত্রীর কাছ থেকে পুরস্কৃত হন। মেজবাহ উদ্দিনের ক্যারিয়ারের শুরু থেকেই সততা ও নিষ্ঠার জন্য প্রশংসিত হয়েছেন সর্বমহলে। কর্মক্ষেত্রে সততা এবং দক্ষতার জন্য একাধিকবার প্রধানমন্ত্রীসহ সরকারের শীর্ষ পর্যায় থেকে পেয়েছেন নানা স্বীকৃতি। পুনরায় অফিসার্স ক্লাব ঢাকার সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার প্রতিক্রিয়ায় মেজবাহ উদ্দিন ক্লাবের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি সবসময় দেশের কল্যাণে কাজ করে যাওয়ার অভিপ্রায় ব্যক্ত করে ধন্যবাদ ও কৃত্বজ্ঞতা প্রকাশ করেন। উল্লেখ তিনি ভোলা জেলা চরফ্যাশন উপজেলার কৃতি সন্তান।

Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357

News & Commercial Office :
Phone: 096 9612 7234 & 096 1175 5298
e-mail: financialpostbd@gmail.com
HAC & Marketing (Advertisement)
Call: 01616 521 297
e-mail: tdfpad@gmail.com