গাজীপুরে সাংবাদিকদের আনন্দ সমাবেশে হামলা
হাসিব খান, গাজীপুরঃ ||
২০২১-০৯-৩০ ০০:১৪:২৮
আন্তর্জাতিক পুরষ্কার পাওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে গাজীপুর প্রেসক্লাব আয়োজিত এক আনন্দ সমাবেশে হামলা চালিয়েছে বহিরাগত সন্ত্রাসীরা। ২৯ সেপ্টেম্বর বুধবার সকালে গাজীপুর প্রেসক্লাব চত্বরে এ ঘটনা ঘটে।হামলাকারীরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রীর ছবি সম্বলিত ব্যানার ছিনিয়ে নিয়ে ছিড়ে ফেলে। এসময় তারা এক নারী সাংবাদিকসহ কয়েক সাংবাদিককে লাঞ্চিত করেছে। এ ঘটনার প্রতিবাদে গাজীপুরের সাংবাদিকরা তাৎক্ষণিকভাবে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের ’ক্রাউন জুয়েল’ পুরুষ্কারে ভূষিত হওয়ায় তাঁকে অভিনন্দন জানিয়ে গতকাল বুধবার সকাল ১১ টায় গাজীপুর প্রেসক্লাব (০৭৭০) আনন্দ সমাবেশের আয়োজন করে। ক্লাব চত্বরে এ কর্মসূচী চলাচলে বহিরাগত একদল সন্ত্রাসী সমাবেশে হামলা চালায়। এ সময় তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রীর ছবি সম্বলিত ব্যানার ছিনিয়ে নিয়ে ছিড়ে ফেলে। তারা ডিবিসি নিউজ চ্যানেলের গাজীপুর প্রতিনিধি মাহমুদা সিকদার, দৈনিক বাংলা ভূমির সম্পাদক নজরুল ইসলাম আজাহার এবং নিউজ টুডের গাজীপুর প্রতিনিধি এম এ ফিরোজসহ কয়েক সাংবাদিককে লাঞ্চিত করে। এসময় তারা প্রেসক্লাবে প্রবেশের চেষ্টা করলে সাংবাদিকদের বাধার মুখে ব্যর্থ হয়।
তাৎক্ষণিক এ ঘটনার প্রতিবাদে গাজীপুর প্রেসক্লাব চত্বরে ক্লাবের সভাপতি এটি এন বাংলা ও এটিএন নিউজের স্টাফ রিপোর্টার মাজহারুল ইসলাম মাসুমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সংবাদের গাজীপুর প্রতিনিধি মুকুল কুমার মল্লিক, প্রেসক্লাবের সাবেক সভাপতি মুজিবর রহমান, বাংলাদেশ প্রতিদিন এবং বৈশাখী টিভির প্রতিনিধি খায়রুল ইসলাম, দেশরুপান্তর প্রতিনিধি আমিনুল ইসলাম, যুগান্তর প্রতিনিধি শাহ সামসুল হক রিপন, সাপ্তাহিক ভাওয়ালের প্রকাশক মনিরুজ্জামান, আমাদের সময়ের স্টাফ রিপোর্টার মোহম্মদ আলম ক্লাবের দপÍর সম্পাদক পলাশ মল্লিক, প্রতাপ কুমার ঘোপ প্রমূখ।
প্রতিবাদ সমাবেশ শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে ক্লাব প্রাঙ্গন থেকে এক আনন্দ র্যালী বের করা হয়। এসময় সংহতি প্রকাশ করে গাজীপুর মহানগর ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি মাসুদরানা এরশাদসহ নেতৃবৃন্দ অংশ নেন।
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357