আইন ভঙ্গকারী কোন ছাড় পাবেনা - এমপি শাওন
ভোলা প্রতিনিধি: ||
২০২১-০৯-২৯ ০৮:৪৮:১৩
সরকারি আইন ভঙ্গকারী যত ক্ষমতাধর হোক কোন ছাড় দেওয়া হবে না । সরকারের নিষিদ্ধ সময়ে মাছ শিকার করলে সরকারী আইন অনুযায়ী কঠোর ব্যাবস্থা গ্রহন করা হবে। সরকারি আইন ভঙ্গকারী যত ক্ষমতাধর হোক কোন প্রকার ছাড় দেওয়া হবে না। ২৯ সেপ্টেম্বর সকালে মা ইলিশ সংরক্ষনে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ক উপজেলা টাস্কফোর্স কমিটির বিশেষ সভায় প্রধান অতিথি এমপি আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন এসব কথা বলেন। এমপি শাওন আরো বলেন, শেখ হাসিনার সরকারের সময়ে জেলেদের দূর্ভোগ লাগবে নানা মূখী পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন করা হচ্ছে।
উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়, লালমোহন, ভোলা কর্তৃক আয়োজিত লালমোহন উপজেলা পরিষদ অডিটরিয়ামে সহকারী কমিশনার (ভূমি) মো. জাহিদুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, মৎস্য কর্মকর্তা মো. রুহুল আমিন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: রফিকুল ইসলাম প্রমূখ।ইলিশের প্রধান প্রজনন মৌসুমে (০৪-২৫ অক্টোবর-২০২১) মা ইলিশ সংরক্ষন করার জন্য সরকারী ভাবে মাছ শিকার নিষিদ্ধ ঘোষনা করা হয়েছে। সভার পূর্বে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবসের র্যালীতে অংশ নেন এমপি শাওন।
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357