বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান, ট্যাংকলরী মালিক-শ্রমিক সমন্বয় পরিষদ বাংলাদেশের পণ্যবাহী যানবাহন নিয়ন্ত্রণকারী একমাত্র বৈধ সংগঠন। পণ্যবাহী যান চলাচলের বিভিন্ন সমস্যাদি নিরসনসহ উন্নত সুযোগ-সুবিধা নিশ্চিতকল্পে এ সংগঠন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বর্তমান করোনা মহামারি পরবর্তী পরিস্থিতি বিবেচনা করে পণ্য পরিবহন খাতের উপর নানাভাবে জুলুম নির্যাতনের অযৌক্তিক সিদ্ধান্ত পরিহার করে দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নেয়ার স্বার্থে কেন্দ্রীয় সমন্বয় পরিষদ সরকারের নিকট ১০ দফা দাবি তুলে ধরেছে। দাবি মেনে না নিলে আগামী ২৭-২৮ সেপ্টেম্বর সারাদেশে পণ্য পরিবহনে ৪৮ ঘন্টা কর্মবিরতির কর্মসূচি ঘোষনা করা হয়েছে। উক্ত কর্মসূচীর সমর্থনে সারা বাংলাদেশের ন্যায় আজ ১৮ সেপ্টেম্বর ২০২১ ইংরেজি শনিবার সকাল ১০টায় নগরীর কদমতলী আবুল খায়ের মেম্বার মার্কেট চত্বরে এক আলোচনা সভা ও বিক্ষোভ মিছিল সমন্বয় পরিষদ চট্টগ্রাম আঞ্চলিক কমিটির আহবায়ক মোঃ নূরুল আবছারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। ফেডারেশন নেতা মোঃ এমদাদুল হক ও শ্রমিক নেতা আবুল বাহারের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি পণ্য পরিবহন ডিভিশনের সদস্য সচিব ও কেন্দ্রীয় সমন্বয় পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মোঃ আবদুল মান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাইমমুভার মালিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আবু বকর ছিদ্দিক, সমন্বয় পরিষদ চট্টগ্রাম আঞ্চলিক শাখার সদস্য সচিব রবিউল মাওলা,আন্তঃজিলা মালামাল পরিবহন সংস্থা ট্রাক-কাভার্ডভ্যান মালিক সমিতির সভাপতি হাজী মনির আহমেদ, সাধারণ সম্পাদক আলহাজ্ব দীন মোহাম্মদ, চট্টগ্রাম ট্রাক-কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি শফিকুর রহমান শফি, সহ-সভাপতি মোঃ শাহজাহান, বিশিষ্ট শ্রমিক নেতা আলহাজ্ব আবদুল নবী লেদু, আন্তঃজিলার যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর মোঃ দস্তগীর ও আলহাজ্ব ছালেহ আহমেদ প্রমুখ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পণ্য পরিবহন নেতা এম এ মান্নান মান্না, নূরুল হুদা তানভীর, আলহাজ্ব আজিজুল হক, জসিম উদ্দিন ভুঁইয়া, আলহাজ্ব ফরিদ উদ্দিন, রাঙ্গামাটি ট্রাকক শ্রমিক ইউনিয়নের সভাপতি শাহাদাত হোসেন, চট্টগ্রাম জেলা ট্রাকক মালিক গ্রæপের মোঃ হোসেন তালুকদার, মোঃ আবদুচ সালাম, কে এম মহিউদ্দিন, নজরুল ইসলাম দুলাল, হাজী আবু তাহের, মাষ্টার আবুল কাশেম, মোঃ মিলন, জিলানী সোহেলসহ অন্যান্য নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি পণ্য পরিবহন ডিভিশনের সদস্য সচিব ও কেন্দ্রীয় সমন্বয় পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মোঃ আবদুল মান্নান বলেন, আগামী ২৬ সেপ্টেম্বরের মধ্যে ১০ দফা দাবি মেনে না নিলে আগামী ২৭-২৮ সেপ্টেম্বর সারাদেশে পণ্য পরিবহনে ৪৮ ঘন্টা কর্মবিরতি পালনের পর দেশের সকল পণ্য ও গণপরিবহন সেক্টর লাগাতার ধর্মঘটের ডাক দিতে বাধ্য হবে।
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357
News & Commercial Office :
Phone: 096 9612 7234 & 096 1175 5298
e-mail: [email protected]
HAC & Marketing (Advertisement)
Call: 01616 521 297
e-mail: [email protected]