নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে আরও দুই যুবকের মৃত্যু
নরসিংদী প্রতিনিধি: ||
২০২১-০৯-০৮ ১২:২৭:২৮
ভ্যানে এনে রাখা হয়েছে ট্রেনে কাটা পড়ে নিহত একজনের লাশ। বুধবার সন্ধ্যায় নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়িতে নরসিংদীতে মুঠোফোনে কথা বলতে বলতে রেললাইন ধরে হাঁটার সময় ট্রেনে কাটা পড়ে আরও দুই যুবক নিহত হয়েছেন।
আজ সন্ধ্যা ৬টার দিকে শহরের তরোয়া মাজার এলাকায় রেললাইনের ওপর জয়ন্তিকা এক্সপ্রেসের নিচে কাটা পড়েন তাঁরা। ঘটনাটি নিশ্চিত করেছেন নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক মো. ইমায়েদুল জাহেদী।
নিহত ওই দুই যুবক হলেন ফেনীর দাগনভূঞা থানার মোহাম্মদপুর এলাকার আসাদুজ্জামান নান্নুর ছেলে কাজী নজরুল ইসলাম (২১) এবং মো. হানিফ খানের ছেলে মোর্শেদ খান (১৭)। নিহত দুজন সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই। তাঁরা নরসিংদী শহরে বসবাস করে একটি লুঙ্গির ফ্যাক্টরিতে কাজ করতেন।
হেঁটে রেললাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয়। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় লোকজন জানান, দুই যুবক মুঠোফোনে কথা বলতে বলতে শহরের তরোয়া এলাকায় রেললাইন ধরে হাঁটছিলেন। এ সময় সিলেট থেকে ছেড়ে আসা আন্তনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনটি ঢাকার দিকে যাচ্ছিল। তরোয়া এলাকা অতিক্রম করার সময় ট্রেনটি বেশ কয়েকবার হুইসেল দেয়। কিন্তু দুই যুবকের কানে ইয়ারফোন থাকায় ট্রেনটির হুইসেলের শব্দ তাঁদের কানে পৌঁছায়নি। ট্রেনটি বিকট শব্দে আসতে দেখে আশপাশের লোকজনও চিৎকার করে তাঁদের ডাকছিলেন। মুহূর্তের মধ্যে ট্রেনটির নিচে কাটা পড়েন ওই দুই যুবক। এতে ঘটনাস্থলে তাঁদের মৃত্যু হয়।
এর আগে আজ সকাল ৯টার দিকে পলাশের জিনারদী রেলওয়ে স্টেশনের আউটারে হেঁটে রেললাইন পার হওয়ার সময় মহানগর এক্সপ্রেসের নিচে কাটা পড়ে সোহাগ মিয়া (২৭) নামের এক যুবক নিহত হন। ওই দুর্ঘটনায় তাঁর মাথা থেঁতলে যায় এবং পা কেটে যায়। এতে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়। ওই যুবক সদর উপজেলার মাধবদী থানার মহিষাশুরা ইউনিয়নের খিলগাঁও গ্রামের আইয়ুব আলী মিয়ার ছেলে।
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357