সুর সম্রাট আলাউদ্দিন খাঁ'র মৃত্যুবার্ষিকী পালিত
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ||
২০২১-০৯-০৬ ০০:৫৩:২৫
বিশ্ববরেণ্য সুরতাপস ওস্তাদ আলাউদ্দিন খাঁ'র ৪৯ তম মৃত্যুবার্ষিকী পালিত হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ায়। এ উপলক্ষে সুর সম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গন প্রগাঢ় শ্রদ্ধাঞ্জলি শিরোনামে আজ সোমবার নানা কর্মসূচী পালন করছে। সকালে আলাউদ্দিন খাঁ'র ম্যুরালে পুস্পস্তবক অর্পন করা হয়। এরপর সঙ্গীতাঙ্গনের সরোদ মঞ্চে আলোচনা সভা হয়। সঙ্গীতাঙ্গন পরিচালনা কমিটির সহ-সভাপতি আল মামুন সরকারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. রুহুল আমিন। বিশেষ অতিথি ছিলেন সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোজাম্মেল হোসেন রেজা, বিশিষ্ট মুক্তিযুদ্ধা আখতার হোসেন সাঈদ, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সাধারন সম্পাদক জাবেদ রহিম বিজন, জেলা শিল্পকলা একাডেমীর সাধারন সম্পাদক ওসমান গনি সজিব ও সুর সম্রাট আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনের সাবেক সাধারন সম্পাদক আবদুল মান্নান সরকার প্রমুখ। সুর সম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনের সাধারন সম্পাদক মনজুরুল আলমের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বিশিষ্ট সমাজসেবী কমরেড নজরুল ইসলাম।
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357