বিএনপির ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকীর দোয়া ও আলোচনা সভা
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ ||
২০২১-০৯-০১ ০৯:৪৯:২৪
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে নারায়ণগঞ্জের রূপগঞ্জে উপজেলা বিএনপির আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলার দাউদপুর ইউনিয়নের জিন্দা এলাকায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাজী সেলিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এড. মাহফুজুর রহমান হুমায়ুন।
অন্যানদের মাঝে এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক বাছির উদ্দিন বাচ্চু, কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এড. গোলজার হোসেন ভূইয়া, ভুলতা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্বাস উদ্দিন ভুইয়া, ভূলতা ইউনিয়ন যুবদলের সভাপতি জলিল ভুইয়া, দাউদপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, রূপগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বাবুল ভেন্ডার, রমিজ উদ্দিন, উপজেলা যুবদলের সহ-সভাপতি আবুল হোসেন, দাউদপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার উল হক, উপজেলা ছাত্রদলের আহবায়ক সুলতান মাহমুদ, ছাত্রদল নেতা রিপন আকন্দ, বাদল সিকদার প্রমুখ।
বক্তারা বলেন, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357