গাজীপুর সিটিতে প্রথম বৃহৎ বাজেট

নিজস্ব প্রতিবেদক (গাজীপুর) || ২০২১-০৮-২৯ ০৮:৩৬:০৮

image
গাজীপুর সিটি করপোরেশনের ২০২১-২২ অর্থ বছরে ২০ হাজার ৯৮৬ কোটি ২৪ লাখ ৩৬ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। গতকাল রোববার সকালে সিটি করপোরেশনের গাছা আঞ্চলিক কার্যালয়ে এ বাজেট ঘোষণা করেন মেয়র জাহাঙ্গীর আলম। গত বছরের তুলনায় এবারের প্রস্তাবিত বাজেটে প্রায় ১৫ হাজার কোটি টাকা বেশি ঘোষণা করা হয়েছে। সিটি করপোরেশনের ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এবং অর্থ ও সংস্থাপন বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি আব্বাস উদ্দিন খোকনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম, প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা গোলাম কিবরিয়া। বাজেটে রাস্তা ঘাট ও অবকাঠামোগত উন্নয়নে সর্বোচ্চ গুরুত্বারোপ করা হয়েছে। এ ছাড়া মশক নিধন, স্বাস্থ্য সুরক্ষা ও কল্যাণ মূলক নানা কর্মকান্ডে বরাদ্দ রাখা হয়েছে। বাজেট বক্তৃতায় মেয়র জাহাঙ্গীর আলম বলেন, দেশের সর্ব বৃহৎ সিটি করপোরেশনে এবার অনেক বড় বাজেট হিসেবে ২০ হাজার ৯৮৬ কোটি ২৪ লাখ টাকা ঘোষণা করা হলো। এতে রাস্তাঘাট ও যোগাযোগ ব্যবস্থা উন্নয়নে আমরা গুরুত্ব দিয়েছি। সব ওয়ার্ড কাউন্সিলর ও কর্মকর্তাদের ঐক্যবদ্ধ অংশগ্রহণে আমরা বাজেট বাস্তবায়ন করতে চাই। এ জন্য জনগণসহ সকলের সহযোগিতা চাচ্ছি। এবারের বাজেটে সর্বমোট আয় ২০ হাজার ৯৮৬ কোটি ২৪ লাখ টাকা এবং মোট ব্যয় ২০ হাজার ৬৮ কোটি ৮৩লাখ ৫৫ হাজার টাকা এবং বাজেটে উদ্ধৃত্ত রাখা হয়েছে ২৯৭ কোটি ৪০ লাখ ৮১ হাজার টাকা। গত অর্থবছরে (২০২০-২০২১) বাজেটের পরিমাণ ছিল ৫ হাজার ৭ কোটি ২১ লাখ ২৮ হাজার টাকা। ওই বছর বাজেটে মোট ব্যয় ধরা হয়েছিল ৪ হাজার ৫৬৭ কোটি ১১ লাখ ৭৮ হাজার টাকা। এবার বাজেটে রাজস্ব খাতে আয় ৬৩২ কোটি ৭১ লাখ ৪০ হাজার টাকা, রাজস্ব ব্যয় ৫৬৭ কোটি ৮০ লাখ ৬১ হাজার টাকা, সরকারি অনুদান (আয়) ১২৫ কোটি টাকা এবং সরকারি অনুদান উন্নয়ন ব্যয় ১৪০ কোটি ৬৭ লাখ টাকা, বৈদেশিক সাহায্য ১৯ হাজার ৯৫২ কোটি ৭২ লাখ ২৮ হাজার টাকা, বৈদেশিক সাহায্যে প্রকল্পের ব্যয় ১৯ হাজার ৬৫১ কোটি ৬১ লাখ ৬৬ হাজার টাকা। বাজেটে মেয়রের বাড়ি ভাড়া বাবদ কোনো ব্যয় ধরা হয়নি। তবে মেয়র ও কাউন্সিলরদের জন্য সম্মানীভাতা বাবদ ব্যয় ধরা হয়েছে ৪২৯ লাখ টাকা। বিগত বছরের মতো এবারও ভ্রম্যমান আদালত (মোবাইল কোর্ট) পরিচালনার জন্য কোনো অর্থ বরাদ্দ রাখা হয়নি। করোনা মোকাবেলায় ৪০ লাখ টাকা, মশক নিধন/ সরঞ্জাম ক্রয় বাবদ ৪৫০ লাখ এবং কুকুর নিধন/জন্ম নিরোধ বাবদ ৫ লাখ টাকা বাজেট ধরা হয়েছে। বাজেট অনুষ্ঠানে সকল ওয়ার্ড কাউন্সিলর ও সিটি করপোরেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357

News & Commercial Office :
Phone: 096 9612 7234 & 096 1175 5298
e-mail: [email protected]
HAC & Marketing (Advertisement)
Call: 01616 521 297
e-mail: [email protected]