মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের সদস্য গ্রেফতার

হাজী জাহিদ, নরসিংদী || ২০২১-০৮-২৩ ০৯:২৬:১৮

image
আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের সদস্য গ্রেফতার ও চোরাই মোটরসাইকেল উদ্ধার লায়ন সরকার আন্তঃজেলা মোটর সাইকেল চোর চক্রের ৫ জন সদস্যকে গ্রেফতার ও আটককৃতদের নিকট হতে ৪টি মোটরসাইকেল উদ্ধার করেছে জেলা গোয়েন্দা শাখা, নরসিংদী। জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক জনাব মোঃ আবুল বাশার পিপিএম (বার) এর নেতৃত্বে এসআই/সাদেকুর রহমান, এএসআই/শরীফুল ইসলাম, কং/৪০৫ নুরুল ইসলাম, কং/৭১৪ আঃ কাইয়ুম, কং/১০৬৫ দ্বীন ইসলাম আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের নিম্নোক্ত সদস্যদের গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃতরা হলেন-আল রাব্বি (২৫), পিতা- হাবিবুল্লাহ সরকার, সাং- করিমপুর বাজার, থানা ও জেলা- নরসিংদী তাপস মিয়া (২১), পিতা- মোঃ মিলন মিয়া, সাং- কুইচার চর, থানা- মনোহরদী, জেলা- নরসিংদী মোঃ সোলমান (৩৫), পিতা- সোনা মিয়া, সাং- চঙ্গভান্ডা, থানা- মনোহরদী, জেলা- নরসিংদী এবং মোঃ শহিদ মিয়া (৪০), পিতামৃত- মেঘা মিয়া, সাং- বাড়াইল, থানা- নবীনগর, জেলা- ব্রাহ্মনবাড়ীয়া। মোঃ হিসামুর রহমান (২৬), পিতা-মোঃ মজিবুর রহমান, সাং-পুলতাকান্দা, থানা-ভৈরব, জেলা-কিশোরগঞ্জ। নরসিংদী জেলার বিভিন্ন থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে গত ২২/০৮/২০২১ তারিখ বিকাল ৬.২০ ঘটিকায় নরসিংদী মডেল থানাধীন সাহেপ্রতাব মোড়ে অবস্থান করাকালে গোপন সংবাদের মাধ্যমে জানা যায় যে, নরসিংদী মডেল থানাধীন শালিধা সাকিনস্থ নতুন বাসস্ট্যান্ডে কতিপয় চোরেরা ০২টি মোটর সাইকেল নিয়ে ক্রয় বিক্রয় করার জন্য অবস্থান করছে। সংবাদ পেয়ে বিকাল ৬.৩০ ঘটিকায় উক্ত স্থানে পৌঁছা মাত্র ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে ৫/৬ জন ০২টি মোটর সাইকেল নিয়ে পালানোর চেষ্টাকালে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় উপরিউক্ত প্রথম ৪জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের নিকট হতে ১। একটি লাল কালো রংয়ের মোটর সাইকেল, ঢাকা মেট্রো-হ-৫১-৩৫৭৪, ২। একটি কালো রংয়ের মোটরসাইকেল, যার নাম্বার বিহীন, উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা তাদের নাম, ঠিকানা প্রকাশ করে এবং জিজ্ঞাসাবাদে জানায় ইতোপূর্বে নরসিংদী জেলা থেকে মোটর সাইকেল চুরি করে চোরাই মোটর সাইকেল কুমিল্লা, ব্রাহ্মনবাড়ীয়া, কিশোরগঞ্জসহ বিভিন্ন জেলায় বিক্রয় করে আসছিলো। ধৃত আসামীদের স্বীকারোক্তিতে ও তথ্য মতে কিশোরগঞ্জ জেলার ভৈরব থানাধীন কালিপুর সাকিনে স্বপ্নপুরি কফি হাউজের সামনে থেকে মোঃ হিসামুর রহমানকে গ্রেফতার করা হয় এবং তার হেফাজত হতে একটি লাল রংয়ের মোটরসাইকেল, পিছনে নম্বর প্লেটে ঢাকা মেট্রো-ল-৩২-৪৮৮০ উদ্ধার করা হয়। এছাড়াও কিশোরগঞ্জ জেলার ভৈরব থানাধীন কমলপুর সাকিনস্থ থানা সংলগ্ন নোহা সিএনজি ফিলিং স্টেশনের সামনে ঢাকা সিলেট মহাসড়ের দক্ষিণ পাশে হাজির হলে উপস্থিতি টের পেয়ে একজন একটি কালো রংয়ের নম্বর বিহীন মোটরসাইকেল ফেলে রেখে পালিয়ে যায়। উক্ত মোটরসাইকেলটিও উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদের একপর্যায়ে জানায় যে, ধৃত আল রাব্বি, তাপস মিয়া, মোঃ সোলইমান, মোঃ শাহিদ মিয়া পরস্পর যোগসাজসে নরসিংদী জেলার বিভিন্ন এলাকা হতে মোটরসাইকেল চুরি করে আশপাশের জেলায় বিক্রয় করে। আসামীদের বিরুদ্ধে নরসিংদী জেলার থানাসহ অন্যান্য থানাতে একাধিক চুরি, ডাকাতি ও মাদক মামলা রয়েছে। গতকালের ঘটনায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357

News & Commercial Office :
Phone: 096 9612 7234 & 096 1175 5298
e-mail: financialpostbd@gmail.com
HAC & Marketing (Advertisement)
Call: 01616 521 297
e-mail: tdfpad@gmail.com