পদ্মা নদীর পানি অব্যাহত ভাবে বৃদ্ধি পাওয়ায় ফরিদপুরে বন্যা পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে। গত ২৪ ঘন্টায় পদ্মা নদীর পানি ফরিদপুর পয়েন্টে ১০ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে এখন তা বিপদ সীমার ২৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
পানি বৃদ্ধির ফলে ফরিদপুরের সদর উপজেলার ডিক্রিরচর, নর্থচ্যানেল, চরমাধবদিয়া ও আলিয়াবাদ ইউনিয়নের বিস্তির্ন এলাকা প্লাবিত হয়েছে। এছাড়া সদরপুর ও চরভদ্রাসন উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নে পানি ঢুকে পড়ায় সেখানকার কমপক্ষে ৩০ গ্রাম প্লাবিত হয়েছে। বন্যার পানি আশংকাজনক হারে বাড়তে থাকায় পদ্মার তীরবর্তী নিম্মাঞ্চলের হাজারো মানুষের মাঝে নেমে এসেছে চরম দূর্ভোগ। পানিতে বসত বাড়ী তলিয়ে যাওয়ায় অনেকেই ইতোমধ্যে উচু রাস্তা, স্কুলে আশ্রয় নিয়েছে। বন্যার কারনে ফরিদপুরের বিস্তির্ন এলাকার ফসলী জমি তলিয়ে যাওয়ায় ধান ও সবজি ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে। পানি বৃদ্ধির কারনে ঘর বাড়ী তলিয়ে যাওয়ায় অনেকেই রয়েছেন নানা কষ্টের মধ্যে।
ফরিদপুর সদর উপজেলার নর্থচ্যানেল ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাকুজ্জামান জানান, পদ্মার পানি বৃদ্ধির কারনে তার ইউনিয়নের বেশীর ভাগ গ্রামই প্লাবিত হয়েছে। ফলে মানুষের দূর্ভোগ বেড়েছে।এভাবে আর কয়েকদিন পানি বৃদ্ধি পেলে মানুষ এবং গো খাদ্যের তীব্র সংকট দেখা দিবে।
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357
News & Commercial Office :
Phone: 096 9612 7234 & 096 1175 5298
e-mail: [email protected]
HAC & Marketing (Advertisement)
Call: 01616 521 297
e-mail: [email protected]