নবীনগর পৌর মেয়রকে বিতর্কীত করার চেষ্টা

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ || ২০২১-০৮-১০ ০৬:৫০:১১

image

ধর্মিয় উস্কানিমূলক সংবাদ প্রচার করে  নবীনগর পৌরসভার জনপ্রিয় মেয়র কে বিতর্কীত করার চেষ্টা করছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সকল প্রপাকান্ডার অবসান ঘটিয়ে গতকাল সোমবার (৯/৮) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর মেয়রের অস্থায়ী কার্যালয় পৌর এলাকার ভোলাচং কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন করেন মেয়র এড. শিব শংকর দাস। 

সংবাদ সম্মেলনে কারোর প্রতি কোন অভিযোগ না এনে ভোলাচং চৌধুরী পাড়া মোহাম্মদীয়া আরাবীয়া জামে মসজিদের জায়গা বালু দিয়ে ভরাট করার ঘোষণা দিলেন মেয়র এড. শিব শংকর দাস। তিনি আরো বলেন, মসজিদের জায়গা বালু দিয়ে ভরাটে বাঁধা দেয়া দূরে থাক এই পর্যন্ত মসজিদের পক্ষ হতে কেউ আমাকে বিষয়টি অবগতও করেনি।

আমি এবিষয়ে কিছুই জানি না অথচ আমাকে দোষী করা হয়েছে। কিছু লোক ভুল তথ্য দিয়ে সোস্যাল মিডিয়াতে প্রচার করে আমাকে বিব্রত করছেন। কিছুদিন পূর্বেও এই মসজিদে সম্মানীত মুসুল্লিদের যাতায়াতের জন্য মাটি ফেলে নতুন করে রাস্তা করা হয়েছে যা অল্প সময়ের মধ্যে পাকাকরন করা হবে। ভোলাচং এলাকায় এই পর্যন্ত ৫টি মসজিদে পৌরসভার  উন্নয়ন হয়েছে। পর্যায়ক্রমে মসজিদ, কবরস্থান ও ঈদগাহে উন্নয়ন করা হবে। 

ভোলাচং বাজার কমিটির আহ্বায়ক ও স্থানীয় কাউন্সিলর জসীম উদ্দিন ও সেক্রেটারি স্থানীয় কাউন্সিলর আল মামুন এই বিষয়ে মেয়র মহোদয় দোষী থাকার কথা অস্বীকার করে বলেন, ড্রেজারের মালিক কাদির মিয়াসহ আরো কয়েকজন আমাদের কাছ থেকে দুই তিনদিনের জন্য অনুমতি নিয়ে বাজারের ব্যবসায়ীদের ব্যঘাত ও রাস্তার প্রতিবন্ধকতা সৃষ্টি করে রাস্তার উপর পাইপ দিয়ে এলাকায় বালি ভরাটের কাজ করে। প্রায় এক মাস যাবত পাইপ গুলো তুলে নিয়ে যাবে বলে আমাদের সাথে তারা তালবাহানা করতে থাকে। মসজিদের জায়গায় বালু ভরাটের কথাও কেউ আমাদেরকে জানায়নি। গত তিনদিন আগে এসিল্যান্ড মহোদয় এসে পাইপগুলো বাজার থেকে তুলে নেওয়ার জন্য বল্লেও তারা এখন পর্যন্ত উঠায়নি। অথচ তারা উল্টো মসজিদের জায়গায় বালু ফেলতে দিচ্ছেনা বলে একটি রিওমার ছড়িয়ে এলাকায় হিন্দু মুসলিম দাঙ্গা লাগানোর উপক্রম করেছে, যাহা অত্যন্ত দুঃখজনক।

সাংবাদিক সম্মেলনে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধি সহ সকল কাউন্সিলর, উপজেলা আওয়ামী লীগের  সাংগঠনিক সম্পাদক মো.সফিকুল ইসলাম, সাবেক ছাত্রনেতা পারভেজ হোসেন,সাবেক ছাত্রনেতা আব্দুল আল রোমান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357

News & Commercial Office :
Phone: 096 9612 7234 & 096 1175 5298
e-mail: [email protected]
HAC & Marketing (Advertisement)
Call: 01616 521 297
e-mail: [email protected]