ব্রিজের অভাবে হাজার মানুষের দুর্ভোগ

কুড়িগ্রাম প্রতিনিধি: || ২০২১-০৮-০৮ ০৬:৪২:০৮

image

নাগেশ্বরী উপজেলার নারায়নপুর ইউনিয়নে তিনটি ব্রিজের অভাবে ১৩গ্রামের প্রায় ৩০হাজার মানুষকে ভোগান্তি পোহাতে হচ্ছে। কোনমতে ড্রামের উপর অথবা নৌকা করে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন তারা। পারাপার হতে গিয়ে দুর্ঘটনার শিকার হচ্ছে পথচারীরা।

স্থানীয় সূত্রে জানা যায়, কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা আয়তনে সবচেয়ে বড় ও জনসংখ্যা প্রায় ৬২হাজার।সীমান্ত ঘেঁষা গঙ্গাধর, দুধকুমর, ব্রহ্মপুত্র নদ-নদী, চরাঞ্চল বেষ্টিত ভাঙন কবলিত নারায়নপুর ইউনিয়নের পুর্ব বালারহাটে মরা নদী, চৌদ্দঘুড়ী গ্রামের ব্রহ্মপুত্রের শাখা মরা নদী ও কুলামূয়া মাঝিয়ালী আদর্শগ্রামের ব্রহ্মপুত্রের শাখা মরা নদীতে ব্রিজ না থাকায় পুর্ব বালাহাট, কন্যামতী, চৌদ্দঘুড়ী, আদর্শগ্রাম, কুলামূয়া মাঝিয়ালী, ঝাউকুটিসহ ১৩গ্রামের প্রায় ৩০হাজার মানুষ কোনো মতে ড্রামের উপর অথবা নৌকা করে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন। 

জমির উৎপাদিত কৃষি পণ্য হাট-বাজারে বেচা-কেনা করতে গিয়ে ভোগান্তি ও দুর্ভোগের শিকার হয়ে মানবেতর জীবন যাপন করে আসছেন। এলাকার গর্ভবতী মায়েদের চিকিৎসা বা জরুরি কোন রোগীকে আশপাশের হাসপাতালে নিয়ে যাওয়া খুব কঠিন হয়ে দাঁড়ায়। ড্রামের উপর অথবা নৌকার জন্য দাঁড়িয়ে থাকতে অনেকের জীবনাবসান ঘটে যায় নদীর ঘাটেই। ব্রিজ তিনটি নির্মাণের জোর দাবি জানান এলাকাবাসী।

স্থানীয়রা বলেন, ব্রিজ তিনটি নির্মাণ না হওয়ায় তারা ভোগান্তি ও দুর্ভোগের শিকার হচ্ছেন। উৎপাদিত কৃষি পণ্য বাজারজাত করতেও ব্যাপক অসুবিধার সৃষ্টি হয়। এদিকে শির্থীরা জীবনের ঝুঁকি নিয়ে নদী পারাপার হয়। ব্রিজ তিনটি নির্মাণের জোর দাবি জানান তারা।
নারায়নপুর ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ শাহাজামাল বলেন, এলাকার মানুষসহ শিক্ষার্থীরা নদী পার হয়ে লেখাপড়া করতে আসে এবং পারাপার হয়ে আসতে দুর্ঘটনার শিকার হচ্ছেন অনেকে।

নারায়নপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: মজিবর রহমান বলেন, নারায়নপুর ইউনিয়ন একটি বিচ্ছিন্ন দ্বীপচরে অবস্থিত চরাঞ্চল ও আয়তন, জনসংখ্যায় সবচেয়ে বেশি। আমি একজন জনপ্রতিনিধি হিসেবে সরকারের কাছে আবেদন করছি নারায়নপুর ইউনিয়নে পুর্ব বালারহাট, চৌদ্দঘুড়ী ও কুলামূয়া মাঝিয়ালী আদর্শগ্রামে তিনটি ব্রিজ নির্মাণের জোর দাবি জানাচ্ছি।
নাগেশ্বরী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা জামান বলেন, নাগেশ্বরী উপজেলা সবচেয়ে বড় ইউনিয়ন সীমান্ত ঘেঁষা, নদী বেষ্টিত, চরাঞ্চল নারায়নপুর। পুর্ব বালারহাট, চৌদ্দঘুড়ী ও কুলামূয়া মাঝিয়ালী আদর্শগ্রামে তিনটি ব্রিজের ব্যবস্থা গ্রহণে মাননীয় প্রধানমন্ত্রীর সার্বিক সহযোগিতা কামনা করছি।

নাগেশ্বরী উপজেলা নির্বাহী অফিসার নুর আহমেদ মাছুম বলেন, নারায়নপুর ইউনিয়নে ব্রিজ তিনটি নির্মাণ হলে বিভিন্ন গ্রামের মানুষ এর সুফল ভোগ করবে। ব্রিজ তিনটি শীগ্রই নির্মাণের জন্য উধ্বতর্ন কতৃপক্ষকে অবগত করা হবে।

কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম বলেন, বিষয়গুলো দেখে যথাযথ ব্যবস্থা নেয়া হবে। ত্রাণ ও দুর্যোগ মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব (পরিকল্পনা, উন্নয়ন ও বাজেট) শাহ্ মোহাম্মদ নাছিম এনডিসির সাথে মোবাইলে কথা হলে তিনি বলেন, উন্নয়নের রূপকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা সর্বদা প্রত্যন্ত অঞ্চলে উন্নয়ন করে আসছি। আমাদের ওয়েবসাইটে দেখেন। ব্রিজ তিনটির বিষয়ে আবেদন করেন ব্যবস্থা নেয়া হবে।

Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357

News & Commercial Office :
Phone: 096 9612 7234 & 096 1175 5298
e-mail: [email protected]
HAC & Marketing (Advertisement)
Call: 01616 521 297
e-mail: [email protected]