বাড়ছে সংক্রমন, টিকা নিতে ভিড়

নিজস্ব প্রতিবেদক (গাজীপুর) || ২০২১-০৮-০৫ ০৩:৩৩:২৬

image

সারাদেশে প্রতিদিনই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। প্রশাসনের কঠোর লকডাউনের পরও উপজেলার অলিগলিতে মাস্কহীন ঘুরছে সাধারণ মানুষ, খোলা থাকে দোকানপাঠ। 

সংক্রমনের হিসাব অনুযায়ী গাজীপুরের কাপাসিয়া উপজেলায় হু হু করে বাড়ছে শনাক্তের সংখ্যা। গত ৫ দিনে শুধুমাত্র কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপেক্সে র‍্যাপিড এন্টিজেন টেস্টে ২৫৭ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। রোববার (১ আগস্ট) ১৬৭ জনের মধ্যে ৬৮ জনের দেহেই করোনা শনাক্ত হয়েছে। এর আগের এক সপ্তাহে করোনা শনাক্তের সংখ্যা ছিল তুলনামূলকভাবে কম। সংক্রমণ দ্রুত  নিয়ন্ত্রণ করা না 
গেলে, চিকিৎসাসেবা বিপর্যয়ের মুখে পড়বে। কারণ চিকিৎসক সংকটসহ করোনা রোগীদের চিকিৎসাসেবা দেওয়ার মতো লজিস্টিক সাপোর্ট নেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।

উপজেলা স্বাস্থ্য কমপেক্স সূত্রে জানা যায়, এ যাবৎকাল ৭৬৫০ জনের করোনা নমুনা সংগ্রহ, তাদের মধ্যে ১৭০৪ জনের দেহে করোনা শনাক্ত হয়। সুস্থ হয়েছেন ১১৪০ জন। মৃত্যুবরণ করেছেন ৩৪ জন। বাকীদের ৪২৩ বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন হাসপাতালে ভর্তি আছে ১৪ জন। 

সরেজমিনে দেখা গেছে, সারাদেশে সর্বাত্মক লকডাউন চললেও স্বাস্থ্যবিধি মানছে না সাধারণ মানুষ। ধারণা করা হচ্ছে, ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে আসা মানুষের কারণেই বাড়ছে এই সংক্রমণ। তাছাড়া সংক্রমিত হওয়ার তুলনায় সুস্থ হওয়ার হারও খুব একটি আশাব্যঞ্জক নয়। প্রশাসন নিয়মিত ভ্রাম্যমান আদালত পরিচালনা করলেও প্রশাসনের সাথে চলে লুকোচুরি।

উপজেলা প্রশাসন সূত্রে যানা যায় গত ১৫ দিনে ১৭১ টি মামলায় ১ লাখ ৯৭ হাজার ৮৫০ টাকা জরিমানা করা হয়।

উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জনাব মিজানুর রহমান প্রধান জানান,কাপাসিয়া ৪ আসনের এমপি জনাব সিমিন হোসেন রিমির নির্দেশনায় করোনা সংক্রমণ রোধে আমরা কমিটি গঠন করেছি। নিয়মিত মাইকিংসহ বাড়ি বাড়ি যেয়ে করোনার লক্ষণ দেখা দিলে যেন স্বাস্থ কমপ্লেক্সে যেয়ে নমুনা পরীক্ষা দেন এবং টিকা নেয় সেই বিষয়ে মানুষকে সচেতন করা হচ্ছে।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আব্দুস সালাম সরকার জানান, প্রতিনিয়ত বাড়ছে করোনা সংক্রমণ, কিন্তু সাধারণের মানুষের মধ্যে স্বাস্থ্যবিধি না মানার প্রবণতা দেখা যাচ্ছে। এমনভাবে সংক্রমণ চলতে থাকলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাহিরে চলে যাবে। আমরা চেষ্টা করছি সবাইকে টিকার আওতায় আনতে, দৈনিক গড়ে ৬০০-৭০০ মানুষ টিকা গ্রহণ করছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাঃ ইসমত আরা জানান, সংক্রমণ নিয়ন্ত্রণে আমরা প্রতিদিন মানুষকে সচেতন এবং ভ্র্যাম্যমাণ আদালত পরিচালনা করছি। ৭ আগষ্ট থেকে প্রতিটি ইউনিয়ন পরিষদে দেওয়া হবে করোনা টিকা।সবাই যেন করোনা টিকার আওতাধীন আসে আমরা সেই বিষয়টি নিশ্চিত করার জন্য কাজ করে যাচ্ছি।

Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357

News & Commercial Office :
Phone: 096 9612 7234 & 096 1175 5298
e-mail: [email protected]
HAC & Marketing (Advertisement)
Call: 01616 521 297
e-mail: [email protected]