ফরিদপুরে করোনায় মৃত্যুর নতুন রেকর্ড

ফরিদপুর প্রতিনিধি || ২০২১-০৭-১০ ০২:৫০:১৬

image

ফরিদপুরে করোনা ডেডিকেটেড হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে এবং উপসর্গ নিয়ে গত ২৪ ঘন্টায় ১৯ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে করোনায় ১০ জন এবং উপসর্গ নিয়ে ৯ জনের মৃত্যু হয়। যা একদিনে ফরিদপুর জেলায় রেকর্ড সংখ্যক রোগীর মৃত্যু হলো। ২৪ ঘন্টায় পিসিআর ল্যাবে ৩৫৬টি স্যাম্পুল পরীক্ষা করে ১৬৮টি রিপোর্ট পজেটিভ এসেছে। আক্রান্তের হার ৪৭ দশমিক ১৯ শতাংশ। ফরিদপুর জেলায় গত পাঁচদিনে ৭১ জনের মৃত্যু হয়েছে।

তাছাড়া জেলায় করোনার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে হাসপাতালে ৩৭৫ জন রোগী ভর্তি রয়েছে।

এদিকে, লকডাউনের ১০দিনে ফরিদপুরের বিভিন্ন স্থানে যানচলাচল বেড়েছে আগের তুলনায় অনেক বেশী। শহরের ব্যবসা প্রতিষ্ঠান গুলো বন্ধ থাকলেও শহরের বাইরে বেশীর ভাগ দোকান, ব্যবসা প্রতিষ্ঠান খোলা ছিল। হাট বাজার গুলোতে মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। স্বাস্থ্য বিধি মানার কোন বালাই ছিল না কারো মধ্যেই।

Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357

News & Commercial Office :
Phone: 096 9612 7234 & 096 1175 5298
e-mail: [email protected]
HAC & Marketing (Advertisement)
Call: 01616 521 297
e-mail: [email protected]