‘কঠোর বিধিনিষেধ’ ভঙ্গে ৪০৩ জনকে শাস্তি দিয়েছে র‌্যাব

নিজস্ব প্রতিবেদক: || ২০২১-০৭-০৩ ০৮:২৫:৫২

image
মহামারি করোনা ভাইরাস নিয়ন্ত্রণে সরকারের দেয়া ৭ দিনের ‘কঠোর বিধিনিষেধে’ তৃতীয় দিন আজ। গোটা রাজধানীতে চলছে র‌্যাবের টহল, তল্লাশি ও মোবাইল কোর্ট। এরমধ্যেও লকডাউন দেখতে বাইরে বেরিয়ে আসছেন উৎসুক জনতা। পরিস্থিতিতে বিধি ভঙ্গের কারণে শতাধিক লোকজনকে আটক করে কারাদণ্ড ও অর্থদণ্ডে দণ্ডিত করছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। এর আগে গত দুই দিনে বিধিনিষেধ না মানায় ৪০৩ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে এই এলিট সংস্থাটি। আজ শনিবার (৩ জুলাই) রাজধানীর রাসেল স্কয়ারে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
 
তিনি বলেন, সিভিল প্রশাসন ও জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে সারা দেশে মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। এখন পর্যন্ত ৪০০টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। নিয়মিত চেকপোস্টের বাইরে ৪ শতাধিক অতিরিক্ত চেকপোস্ট স্থাপন করা হয়েছে।
 
যারা স্বাস্থ্যবিধি মানছেন না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে উল্লেখ করে র‌্যাবের গণমাধ্যম শাখার পরিচালক বলেন, প্রথম দিনে গত বৃহস্পতিবার ১৮২ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা এবং ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। লকডাউনের দ্বিতীয় দিনে গতকাল শুক্রবার শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে ২২১ জনের বিরুদ্ধে এবং জরিমানা করা হয়েছে ২ লাখ ৫০ হাজার টাকা।
 
খন্দকার আল মঈন আরও বলেন, রাস্তায় লোকজন কম থাকলেও পাড়া-মহল্লায় জনসমাগম কমছে না। এসব এলাকায় লোকজন স্বাস্থ্যবিধি মানছে না। প্রয়োজনে এসব স্থানেও র‌্যাব বিশেষ অভিযান পরিচালনা করবে। 

Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357

News & Commercial Office :
Phone: 096 9612 7234 & 096 1175 5298
e-mail: financialpostbd@gmail.com
HAC & Marketing (Advertisement)
Call: 01616 521 297
e-mail: tdfpad@gmail.com