ঢাকা রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
কুমিল্লায় অর্ণব হত্যাকাণ্ডে পিস্তল সহ ৭ আসামী গ্রেফতার
  • রবিউল বাশার খান, কুমিল্লা:
  • ২০২৪-০৩-১৭ ০৯:০২:০৯
কুমিল্লা নগরীর শাসনগাছায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদল নেতা জামিল হাসান অর্ণব হত্যাকাণ্ডে জড়িত প্রধান আসামি রাব্বীসহ সাতজনকে গ্রেফতার করেছে জেলা ডিবি পুলিশ। গ্রেফতাররা হলেন- নগরীর শাসনগাছা এলাকার ফজলে রাব্বি, মো. সুমন, রাশেদ, কাউছার, খলিলুর রহমান, রিয়াজ ও সোলেমান। গ্রেফতারের সময় আসামিদের কাছ থেকে এ হত্যাকাণ্ডে ব্যবহৃত দুইটি বিদেশি পিস্তল, সাতটি গুলি ও চারটি ম্যাগজিন উদ্ধার করা হয় বলে জানায় পুলিশ। কুমিল্লার পুলিশ সুপার (এসপি) আবদুল মান্নান বোরবার (১৭ মার্চ) দুপুর একটার দিকে তার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন। পুলিশ সুপার আবদুল মান্নান বলেন, গত শুক্রবার এ হত্যার ঘটনাটি ঘটার পরপরই আমরা আভিযানিক কাজ শুরু করি।ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে আমরা গুলিবর্ষণকারী ফজলে রাব্বিকে ভারতের সীমান্তের পাঁচথুবি ইউনিয়নের বিষ্ণুপুর এলাকা থেকে আটক করি। রাব্বির কাছ থেকে দুটি ম্যাগজিনসহ একটি বিদেশি পিস্তল ও ছয়টি লোডকৃত গুলি উদ্ধার করা হয়। এছাড়াও আসামি মো. সুমনকে শাসনগাছার একটি ভাড়া বাসা থেকে আটক করা হয়। তার কাছ থেকে দুটি ম্যাগজিন সহ একটি বিদেশি পিস্তল ও একটি গুলি উদ্ধার করা হয়। আসামি রাশেদকে বুড়িচংয়ের নিমসার এলাকার ভাড়া বাসা থেকে এবং আসামি কায়সার ও সোলেমানকে শাসনগাছার মোল্লাবাড়ী এলাকা থেকে আটক করা হয়। পুলিশ সুপার বলেন, সংঘর্ষের ঘটনায় তিনজন গুলি চালান। তার মধ্যে অভিযান চালিয়ে দুই শুটারকে গ্রেফতার করা হয়েছে। আরেক শুটার পালিয়ে বেড়াচ্ছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে। ঘটনার দিন শুক্রবার রাব্বির গুলিতেই অর্ণব নিহত হন। তবে আমরা আরো খোঁজ খবর নিয়ে ব্যাপকভাবে তদন্ত করছি। এ ঘটনায় আগ্নেয়াস্ত্র ব্যাবহারকারীসহ অন্যদের ধরতে অভিযান চলমান রয়েছে। প্রসঙ্গত, গত শুক্রবার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুমিল্লা নগরীর শাসনগাছা বাসটার্মিনাল এলাকায় দুই গ্রুপের সংঘর্ষে ছাত্রদল নেতা জামিল হাসান অর্ণব নিহত হন। এ ঘটনাই নিহত অর্ণবের মা ঝর্ণা আক্তার কোতোয়ালি মডেল থানায় মামলা করেন।
দশ ট্রাক অস্ত্র মামলায় বাবরসহ ৬ আসামি খালাস
২১ আগস্ট গ্রেনেড হামলায় তারেক রহমানসহ সব আসামি খালাস
ইসকন নিষিদ্ধ হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার: হাইকোর্ট
সর্বশেষ সংবাদ