ঢাকা রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
২ ভুয়া ডিবি গ্রেপ্তার
  • সাভার (ঢাকা) প্রতিনিধি:
  • ২০২৩-১০-০১ ১০:৫৮:১৩
সন্দেহজনকভাবে এলাকায় ঘুরছিলেন ১ নারী ও ১ পুরুষ। দুজনেরই পরণে কালো শার্ট। চালচলনে, মনে প্রশ্ন। স্থানীয়রা পরিচয় জানতে চাইলে বলেন, তারা গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্য। এলাকার আইনশৃংখলা রক্ষা, মাদক উদ্ধার ও ওয়ারেন্ট তামিলের দায়িত্ব তাদের। পরে পরিচয়পত্র দেখতে চেয়ে না পেলে র‍্যাবে খবর দেয় স্থানীয়রা। পরে র‍্যাব ৪ এর একটি দল তাদের গ্রেপ্তার করে আশুলিয়া থানায় হস্তান্তর করে। রবিবার (১ অক্টোবর) গ্রেপ্তারকৃত দুজনকে আশুলিয়া থানা থেকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। এর আগে শনিবার রাত ১১ টার দিকে আশুলিয়ার জামগড়া এলাকার শিমুলতলা থেকে তাদের আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন স্থানীয় বাসিন্দা সাইদুল ইসলাম। গ্রেপ্তারকৃতরা হলেন, রাজবাড়ী জেলা সদরের ঘোষবাড়ী গ্রামের মাছেদ আলী মন্ডলের মেয়ে ইসরাত জাহান সুমি (২৬) ও ঢাকার সাভার থানার বিরুলিয়া ইউনিয়নের শামাইর গ্রামের রবিউল ইসলামের ছেলে ফারদীন ইসলাম (২২)। সাইদুল ইসলাম তার এজাহারে উল্লেখ করেন, সুমি ও ফারদীন এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল। পরে স্থানীয় কয়েকজন মিলে তাদের পরিচয় জানতে চাইলে তারা নিজেদের আইনশৃংখলা বাহিনীর বা ডিবি পুলিশের সদস্য হিসেবে পরিচয় দেয়। এলাকার আইনশৃংখলা রক্ষা, মাদক উদ্ধার ও ওয়ারেন্ট তামিলের দায়িত্ব নাকি তাদের। পরে তাদের আইডি কার্ড দেখতে চাইলে তারা দেখাতে না পেরে পালিয়ে যেতে চায়। পরে আমরা র‍্যাবে খবর দেই। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে দুজন মিলে ছদ্মবেশ ধারণ করে ভুয়া ডিবি সদস্য সেজে এলাকায় এসেছে তারা। স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, এক নারীকে তারা জিজ্ঞেস করছিল তার নামে কোন ওয়ারেন্ট আছে কিনা। ভয়ে সেই নারী দৌড়ে পালায়। পরে স্থানীয়দের তাদের পরিচয় জিজ্ঞেস করলে আসল ঘটনা বের হয়ে আসে। এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার এসআই অমিতাভ চৌধুরী বলেন, আসামীরা নিজেদের আইনশৃঙ্খলা বাহিনী পরিচয় দিত আবার কখনো ডিবি পরিচয়ও দিত। ঘটনাস্থল থেকে র‍্যাব তাদের আটক করে আশুলিয়া থানায় হস্তান্তর করেছে। পরে স্থানীয় একজন বাদী হয়ে মামলা দায়ের করলে তাদের সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। মানুষকে ভয়ভীতি দেখিয়ে টাকা আত্মসাৎ করার উদ্দেশ্য ছিল তাদের। তাদের কালো ড্রেস দেখে মনে হয় তারা র‍্যাবের সদস্য।
দশ ট্রাক অস্ত্র মামলায় বাবরসহ ৬ আসামি খালাস
২১ আগস্ট গ্রেনেড হামলায় তারেক রহমানসহ সব আসামি খালাস
ইসকন নিষিদ্ধ হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার: হাইকোর্ট
সর্বশেষ সংবাদ