ঢাকা রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
দিনাজপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ আটক ১
  • সুলতান মাহমুদ, দিনাজপুর
  • ২০২৩-০৯-১৩ ০৮:৪৯:৫৩

দিনাজপুরে অভিযান চালিয়ে ৫০ কেজি গাঁজাসহ আবুজার (৪৫) নামে এক মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

আজ বুধবার দুপুরে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের কওে কোতয়ালী থানায় হস্তান্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। 

গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার দিবাগত রাত ২ টায় শেখপুরা ইউনিয়নের দিঘন গ্রামের পশ্চিম পাড়ায় এ অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) জেলা কার্যালয়ের একটি আভিযানিক দল। এ সময় ৫০ কেজির ৫টি গাজার পেডি ইদ্ধার করা হয়। এই উদ্ধারকৃত মাদকদ্র্যব্যের আনুমানিক মূল্য ১৫ লাখ টাকা।

আটক মাদক কারবারি আবুজার আলী (৫০) সদও উপজেলার  শেখপুরা ইউনিয়নের  জাফর উদ্দিনের ছেলে। তবে এ ঘটনায় পলাতক রয়েছে তার সহযোগী সেলিনা বেগম। আবুজার ও সেলিনা একত্রিত হয়ে দীঘ দিন ধরে স্থানীয় ক্ষমতাসীন দলের নেতাদের ছত্রছাড়ায় এই মাদক ব্যবসা চালিয়ে আসছে। তাদের নামে একাধিক মাদক মামলা রয়েছে। 

বিষয়টি নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের(ডিএনসি) দিনাজপুর জেলা কার্যালয়ের উপপরিচালক শহিদুল মান্নাফ কবীর জানান, তারা দীর্ঘদীন ধরে বিভিন্ন কৌশলে পাইকারি ও খুচরা মাদক বিক্রি করে আসছিল। মাদকদ্রব্য মুক্ত দিনাজপুর গড়তে নিয়মিত অভিযান চলছে। 

এ ব্যাপারে অভিযুক্ত মাদককারবারি আবুজার ও সহযোগী সেলিনার (পলাতক) বিরুদ্ধে মাদকদব্য নিয়ন্ত্রণ আইনে কোতয়ালি থানায় মামলা দায়ের করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দিনাজপুর জেলা কার্যালয়ের (ডিএনসি) উপপরিদর্শক হাসিবুল হাসান। আটক মাদককারবারি আবুজারকে কোতয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।

দশ ট্রাক অস্ত্র মামলায় বাবরসহ ৬ আসামি খালাস
২১ আগস্ট গ্রেনেড হামলায় তারেক রহমানসহ সব আসামি খালাস
ইসকন নিষিদ্ধ হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার: হাইকোর্ট
সর্বশেষ সংবাদ