ঢাকা রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
দিনাজপুর সীমান্তে মাদক কারবারিদের হামলায় র‍্যাবের দুই সদস্য আহত: এলাকা জনশূন্য
  • শাহ্ আলম শাহী, দিনাজপুর
  • ২০২৩-০৯-১১ ০১:৪৮:০৯

দিনাজপুরের দক্ষিণ কোতয়ালীর দাইনুর সীমান্তে মাদক কারবারিদের হামলায় র‍্যাবের দুই সদস্য আহত হয়েছে। পরিস্থিতি সামাল দিয়ে র‍্যাব ৪ রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে। এঘটনায় ৬ জনের নাম উল্লেখ করে থায়ায় মামলা করেছে র‍্যাব। ঘটনার পর ওই এলাকায় র‍্যাব,পুলিশ ও বিজিবি'র টহল বেড়েছে। আতংকে এলাকা ছেড়ে পালিয়েছে অনেকেই। নারী-শিশু ও বয়োবৃদ্ধা থাকলেও বাড়ি থেকে বের হচ্ছেনা কেউ। আজ রবিবার (১০ সেপ্টেম্বর)  ঘটনাস্থলে গিয়ে মিলেছে এমনি চিত্র।

হামলার ঘটনাটি শনিবার(৯ সেপ্টেম্বর)  বিকেল চারটার দিকে দিনাজপুরের সদর উপজেলার কমলপুর ইউনিয়নের দাইনুর সীমান্তের মেইল পিলার ৩১৫ এর কাছে নয়াবাড়ী এলাকায়  ঘটে।

আহত দুই র‍্যাব সদস্য গোলাম রহমান (৩৫) ও এনামুল হক (২৬)দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হলেও রবিবার সকালে গোলাম রহমান হাসপাতাল ছেড়েছে।

দিনাজপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মো. ফরিদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় র‍্যাব ৬ জনের নাম উল্লেখ করে আজ রবিবার (১০ সেপ্টেম্বর)  বেলা ১২,টায় থানায় মানলা করেছে।মামলার তদন্তভার দেয়া হয়েছে,উপ-পুলিশ পরিদর্শক  মো. ঈমান আলী'কে। এখনো কোন আসামিকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

 দিনাজপুর র‌্যাব-১৩, সিপিসি-১ ক্যাম্পের এএসপি আবদুর রাজ্জাক জানিয়েছে, 'এ ঘটনায় হামলাকারীদের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।

তিনি বলেন,মুলত: শনিবার বিকেলে র‌্যাবের একটি আভিযানিক দল নিয়মিত অভিযানের অংশ হিসেবে দাইনুর সীমান্ত এলাকায় যায়। সেখানে মাদক কারবারিরা র‍্যাবের উপর হামলা চালায়। পরিস্থিতি সামাল দিতে র‍্যাব ৪ রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে।

তিনি আরো বলেন,সাদাপোশাকে থাকার কারণে র‌্যাবের সদস্যরা তাদের তোপের মুখে পড়ে। এ সময় মাদক কারবারিদের হামলায় র‌্যাবের দুই সদস্য আহত হয়। তারা হাসপাতালে চিকিৎসাধীন হয়।এদের মধ্যে একজন মাথায় আঘাত লেগেছে।  বর্তমানে একজন হাসপাতালে থাকলেও একজন ব্যারাকে ফিরেছে।'

 কমলপুর ইউনিয়ন পরিষদের  ১ নম্বর ওয়ার্ডের সদস্য আবুল হোসেন  প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, শনিবার বিকেলে সাদাপোশাকে র‌্যাবের চার সদস্য স্থানীয় এক মাদক ব্যবসায়ীর কাছে মাদক কেনার জন্য তিন হাজার টাকা দেন। পরে ওই মাদক ব্যবসায়ী ভারতীয় নিষিদ্ধ ফেনসিডিল সরবরাহ করতে এলে র‌্যাব সদস্যরা তাকে আটক করেন। এ সময় তার চিৎকারে বেশ কয়েকজন চোরাকারবারি ছুঁটে আসে। ফলে র‍্যাব এবং চোরাকারবারিদের মধ্যে ধস্তাধস্তি থেকে হাতাহাতি ও সংঘর্ষ হয়।

পরে র‌্যাব সদস্যরা কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়লে লোকজন পালিয়ে যায়। পরে র‍্যাব সদস্যরা ওই এলাকা ত্যাগ করে।
স্থানীয় গণমাধ্যমকর্মী আব্দুর রহমান জানায়, এ ঘটনার পর থেকে এলাকায় বিজিবি, র‌্যাব ও পুলিশের একাধিক দল টহল দিচ্ছেন। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে।অনেকে বাড়ি ছেড়ে পালিয়েছে। এলাকা প্রায় এখন জনশূন্য।

দশ ট্রাক অস্ত্র মামলায় বাবরসহ ৬ আসামি খালাস
২১ আগস্ট গ্রেনেড হামলায় তারেক রহমানসহ সব আসামি খালাস
ইসকন নিষিদ্ধ হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার: হাইকোর্ট
সর্বশেষ সংবাদ