ঢাকা রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
কুখ্যাত টন্না গ্রেফতার, মোটর সাইকেল উদ্ধার
  • নূর আলম, নীলফামারী
  • ২০২৩-০৯-০২ ০৫:৫১:১২

ডোমারে ডাকাতির ঘটনায় নেতৃত্ব দেয়া কুখ্যাত ডাকাত নরেশ চন্দ্র দাশ ওরফে টন্নাকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় একটি মোটর সাইকেলও উদ্ধার করা হয়।
 
শুক্রবার রাতে দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার বেলাইচন্ডি এলাকার জেলেপাড়াস্থ নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। ৩৩বছর বয়সী টন্না সুজন নামেও পরিচিত। 

থানা সুত্র জানায়, ডোমারের ছোট রাউতা এলাকার ব্রা²ন পাড়া এলাকার বিজয় চক্রবর্তির বাড়িতে গত পহেলা মে মধ্যরাতে ডাকাতির ঘটনা ঘটে। ১০/১২জনের ডাকাত দল বাড়ির লোকদের ছোড়া দিয়ে ভয় ভীতি দেখিয়ে তাদের জিম্মি করে ১লাখ ৮৮হাজার টাকা, ২ভরি স্বর্ণালংকার, ৪ভরি রুপার অলংকার, কাসার প্লেট, গøাস, বাটি, ৫টি মোবাইল ফোনসহ ২লাখ ৯২হাজার টাকার মালামাল নিয়ে যায়। 

এ ঘটনায় পরদিন থানায় মামলা করেন বাড়ির মালিক বিজয় চক্রবর্তি। 

ডোমার থানার অফিসার ইনচার্জ(ওসি) মাহমুদ উন নবী জানান, ডাকাতের দল মুখে কালো রং মেখে ও মাস্ক পরিহিত অবস্থায় ওই বাড়িতে প্রবেশ করেছিলো। এনিয়ে এ ঘটনায় দশজনকে গ্রেফতার করা হলো। বাকিদেরও গ্রেফতারের চেষ্টা চলছে। 
ওসি বলেন, উদ্ধার হওয়া মোটরসাইকেটি ডাকাতির ঘটনায় ব্যবহার করতো টন্না। 

তার বিরুদ্ধে রংপুর কোতোয়ালী থানার একটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে বলে জানান ওসি। 

দশ ট্রাক অস্ত্র মামলায় বাবরসহ ৬ আসামি খালাস
২১ আগস্ট গ্রেনেড হামলায় তারেক রহমানসহ সব আসামি খালাস
ইসকন নিষিদ্ধ হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার: হাইকোর্ট
সর্বশেষ সংবাদ