ঢাকা রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
র‌্যাবের অভিযানে ২৬লাখ টাকার ৪০হাজার টাকার গাঁজাসহ মাদক সম্রাট গ্রেফতার
  • নূর আলম, নীলফামারী
  • ২০২৩-০৮-১২ ১৩:২৪:০০

১৩২ কেজি গাঁজাসহ মাদক সম্রাট রেজাউল ইসলামকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন(র‌্যাব) নীলফামারী ক্যাম্পের অভিযানিক দল। 

আজ শনিবার ভোরে দিনাজপুর জেলা সদরের শেখপুরা ইউনিয়নের ভাটিনা ঠাকুরবাড়ি গ্রামের নিজবাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
 
৪২বছর বয়সী রেজাউল ইসলাম সেখানকার মৃত. সিরাজুল ইসলামের ছেলে। উদ্ধার হওয়া গাঁজার দাম ২৬লাখ ৪০হাজার টাকা।

র‌্যাব-১৩ এর ক্রাইম প্রিভেনশন কোম্পানী-২(সিপিসি-২) সুত্র জানায়, বিশেষ সুত্রে খবর পেয়ে ওই বাড়িতে অভিযান চালায় র‌্যাব সদস্যরা। এ সময় ১৩২ কেজি গাঁজাসহ মাদক সম্রাট রেজাউলকে গ্রেফতার করা হয়। 

র‌্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক(মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ জানান, গ্রেফতার রেজাউল দিনাজপুর জেলার মাদক সিন্ডিকেটের অন্যতম প্রধান নিয়ন্ত্রণকারী। 

গ্রেফতার ব্যক্তি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাদকের বড় বড় চালান সংগ্রহ করে উত্তরবঙ্গে সরবরাহ করে আসছে বলে স্বীকার করেছে আমাদের জিজ্ঞাসাবাদে। 

র‌্যাব জানায়, এ ঘটনায় দিনাজপুর থানায় একটি মামলা করে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

দশ ট্রাক অস্ত্র মামলায় বাবরসহ ৬ আসামি খালাস
২১ আগস্ট গ্রেনেড হামলায় তারেক রহমানসহ সব আসামি খালাস
ইসকন নিষিদ্ধ হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার: হাইকোর্ট
সর্বশেষ সংবাদ