ঢাকা রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
১২লিটার মদসহ নীলফামারীতে একজন গ্রেফতার
  • নীলফামারী প্রতিনিধি:
  • ২০২৩-০৮-০৯ ০৫:৫৫:৪২

নীলফামারীর চওড়ায় ১২লিটার মদসহ শিব চরণ দাস নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

গতরাতে চওড়া বড়গাছা ইউনিয়নের কিছামত দলুয়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। 

শিব চরণ সেখানকার মৃত. বংশীরাম দাসের ছেলে। 

পুলিশ জানায়, গ্রেফতার ব্যক্তি অবৈধ ভাবে মদ রেখেছিলেন তার বাড়িতে। মুলত মাদক ব্যবসায় জড়িত তিনি। 

নীলফামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) খান মোহাম্মদ শাহরিয়ার বলেন, এ ঘটনায় একটি মামলা হয়েছে তার বিরুদ্ধে। বুধবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে প্রেরণ করা হয়।

দশ ট্রাক অস্ত্র মামলায় বাবরসহ ৬ আসামি খালাস
২১ আগস্ট গ্রেনেড হামলায় তারেক রহমানসহ সব আসামি খালাস
ইসকন নিষিদ্ধ হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার: হাইকোর্ট
সর্বশেষ সংবাদ