ঢাকা রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
ভূয়া ফেসবুক আইডি খুলে ১৮ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে হবিপ্রবি’র শিক্ষার্থী গ্রেপ্তার
  • মুসা মিয়া, হিলি (দিনাজপুর)
  • ২০২৩-০৫-২৮ ১১:৫৭:০৯
ভূয়া ফেসবুক আইডি খুলে এসএমএস ও মেয়ে কন্ঠে কথা বলে ১৮ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অফিযোগে দিনাজপুর হাজী দানেশ ও বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সুজন সরকার নামের এক শিক্ষার্থী ও তার সহযোগী ভগদীশ চন্দ্র রায়কে আটক করেছে দিনাজপুরের নবাবগঞ্জ থানা পুলিশ। শনিবার রাত ৪ টার দিকে বিশ্ববিদ্যালয় এলাকার বঁাশেরহাট নামক স্থান থেকে তাদের আটক করা হয়। নবাবগঞ্জ থানার ওসি ফেরদৌস ওয়াহিদ রোববার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সুজন ও ভগদীশ চন্দ্র ভূয়া ফেসবুক আইডি খুলে এসএমএস ও মেয়ে কন্ঠে কথা বলে নবাবগঞ্জ উপজেলার ফরিদুল ইসলাম নামের এক যুবকের সাথে সুসম্পর্ক গড়ে তোলে। এক পর্যায়ে তারা কৃষি প্রজেক্টের কথা বলে ও উচ্চ লাভের প্রলোভন দেখিয়ে ফরিদুলের কাছ থেকে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ১৮ লাখ টাকা হাতিয়ে নেয়। এরপর ভূক্তভোগী অভিযোগ করলে সত্যতা যাচাইয়ের পর তাদের আটক করা হয়। আটক সুজন সরকার দিনাজপুর হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ও জেলার বীরগঞ্জ উপজেলার সাদুল্লাপাড়া গ্রামের গোপাল সরকারের ছেলে এবং ভগদীশচন্দ্র দিনাজপুর সদরের মুজাহিদপুর মহল্লার দয়াল চন্দ্র রায়ের ছেলে।
দশ ট্রাক অস্ত্র মামলায় বাবরসহ ৬ আসামি খালাস
২১ আগস্ট গ্রেনেড হামলায় তারেক রহমানসহ সব আসামি খালাস
ইসকন নিষিদ্ধ হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার: হাইকোর্ট
সর্বশেষ সংবাদ