ঢাকা রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
অস্র ও ৫ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার ১
  • হাজী জাহিদ, নরসিংদী
  • ২০২৩-০৫-২০ ০২:১৩:৫০
নরসিংদীর পলাশে একটি বিদেশী রিভলবার ও ৫ রাউন্ড গুলিসহ রতন বর্মণ (৩৭) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৭ মে) বিকালে ঘোড়াশাল পৌর এলাকার দীগদা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রতন বর্মণ নরসিংদী সদর থানার বীরপুর গ্রামের অশ্বীনি বর্মণের ছেলে। সে চরসিন্দুর ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ড ইউপি মেম্বার আলমগীর গাজীর সহযোগী হিসেবে পরিচিত। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য রাতে ইউপি মেম্বার আলমগীর গাজীকে পলাশ থানায় নিয়ে আসা হলেও ঘন্টাব্যাপি জিজ্ঞাসাবাদের পর তাকে ছেড়ে দেওয়া হয়। পুলিশ জানায়, বুধবার বিকালে ঘোড়াশাল পৌর এলাকার দিগদা গ্রামের একটি মাছের প্রজেক্ট এর সামনে সন্দেহ জনক দুই ব্যক্তিকে তল্লাশী করতে গেলে পুলিশের ভয়ে তারা দৌড়ে পালানোর চেষ্টা করে। পরে পুলিশ রতন বর্মণ নামে ওই যুবককে গ্রেফতার করতে সক্ষম হয়। এসময় তার দেহ তল্লাশী করে একটি বিদেশী রিভলবার ও ৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। এসময় প্রজেক্টে থাকা ইউপি মেম্বার আলমগীরকে সহ থানায় নিয়ে আসা হয়।এরপর রাত ১২টার পর তাকে ছেড়ে দেওয়া হয়। পলাশ থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ এমদাদুল হক জানান, ঘোড়াশাল পৌর এলাকার দিগদা গ্রামের একটি মাছের প্রজেক্টের সামনে থেকে বিদেশি একটি রিভালবারসহ রতন বর্মণ নামে ওই যুবককে গ্রেফতার করার পর প্রাথমিকভাবে জিজ্ঞসাবাদের জন্য চরসিন্দুর ইউনিয়নের স্থানীয় মেম্বার আলমগীর গাজীকে থানায় আনা হয়েছিল। জিজ্ঞাসাবাদের পর তাকে ছেড়ে দেওয়া হয়। তবে অস্ত্র বহনকারী রতন বর্মণের নামে থানায় অস্ত্র আইনে মামলা দায়ের হয়েছে।
দশ ট্রাক অস্ত্র মামলায় বাবরসহ ৬ আসামি খালাস
২১ আগস্ট গ্রেনেড হামলায় তারেক রহমানসহ সব আসামি খালাস
ইসকন নিষিদ্ধ হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার: হাইকোর্ট
সর্বশেষ সংবাদ