ব্রাহ্মণবাড়িয়ায় ফ্ল্যাট থেকে রিভলবার-গুলিসহ যুবক আটক
- মজিবুর রহমান খান, ব্রাহ্মণবাড়িয়া
-
২০২৩-০৫-১৮ ০৫:২৫:৩৬
- Print
ব্রাহ্মণবাড়িয়ায় দেশীয় তৈরি রিভলবার ও দুই রাউন্ড গুলিসহ মোঃ ইউসুফ (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে জেলা শহরের কালাইশ্রীপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ইউসুফ ওই এলাকার মৃত শহীদ মিয়ার ছেলে।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের কালাইশ্রীপাড়াস্থ ইউসুফদের বহুতল ভবনের ৪র্থ তলায় অভিযান চালানো হয়। এ সময় ইউসুফের ফ্ল্যাটের সিলিং থেকে কৌশলে লুকিয়ে রাখা একটি রিভলবার ও ২ রাউন্ড গুলি জব্দসহ তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় সদর মডেল থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে। তিনি আরো বলেন, ইউসুফ উচ্ছৃক্সখল প্রকৃতির এবং পরিবারের সদস্যদের সাথে জায়গা জমি নিয়ে তার বিরোধ চলছে। তার কাছে অস্ত্র থাকার বিষয়টি গভীরভাবে তদন্ত করা হচ্ছে।