ঢাকা রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
ঝিনাইদহে স্কুল ছাত্রীকে সংঘবদ্ধভাবে ধর্ষন মামলায় ৩ জনকে মৃত্যুদন্ড প্রদান করেছে আদালত
  • রাজিব হাসান, ঝিনাইদহ
  • ২০২৩-০৫-১৫ ০৮:০৮:২৯
ঝিনাইদহের সদর উপজেলার খাজুরা গ্রামে এক স্কুল ছাত্রীকে সংঘবদ্ধভাবে ধর্ষন করার ঘটনার মামলায় অভিযুক্ত বাদশা, রহুল আমিন ও মুন্নুকে মৃত্যুদন্ড প্রদান করেছে আদালত। আজ সোমবার দুপুরে ঝিনাইদহ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোঃ মিজানুর রহমান এ দন্ডাদেশ প্রদাণ করেন। মৃত্যুদন্ডপ্রাপ্তরা হলো খাজুরা পুর্বপাড়া গ্রামের মৃত মন্তেজের ছেলে বাদশা, একই গ্রামের মন্টুর ছেলে রহুল আমিন ও জাফরের ছেলে মন্নু মিয়া। মামলার বিবরণে জানা যায়, গত ২০১৯ সালের আগষ্ট মাসে খাজুরা গ্রামের ৭ম শ্রেনীর স্কুল ছাত্রীকে রাস্তা থেকে তুলে নিয়ে আটকিয়ে পাশর্^বর্তি তামান্না পার্ক এলাকার নির্জন আম বাগানে জোরপুর্বক ধর্ষন করা হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নিজ বাড়িতে পৌছিয়ে দেয়। তখন ছাত্রী তিনজন সংঘবদ্ধভাবে ধর্ষন করার ঘটনা পরিবারকে জানায়। এ ঘটনায় ছাত্রীর বাবা বাদি হয়ে সদর থানায় বাদশা, রহুল আমিন ও মুন্নুকে আসামী করে একটি ধর্ষন মামলা দায়ের করে। পুলিশ মামলাটি তদন্ত করে আদালতে অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ দাখিল করে। দীর্ঘদিন বিচারিক প্রক্রিয়া শেষে আদালত আজ দুপুরে ওই মামলায় একটি ধারায় অভিযুক্ত তিনজনকে মৃত্যুদন্ড ও প্রত্যেককে ১লাখ টাকা অর্থদন্ডে দন্ডিত করার আদেশ দেন। রায় প্রদানের সময় আসামী তিনজনই উপস্থিত ছিলেন।
দশ ট্রাক অস্ত্র মামলায় বাবরসহ ৬ আসামি খালাস
২১ আগস্ট গ্রেনেড হামলায় তারেক রহমানসহ সব আসামি খালাস
ইসকন নিষিদ্ধ হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার: হাইকোর্ট
সর্বশেষ সংবাদ