ঢাকা রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
কুড়িগ্রাম পুলিশের অভিযানে ২৪ঘন্টায় বিভিন্ন অপরাধে ১৯জন গ্রেফতার
  • কুড়িগ্রাম প্রতিনিধি:
  • ২০২৩-০৫-১১ ১২:৪৬:৫৭
সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক 'স্মার্ট বাংলাদেশ ২০৪১' রূপকল্প বাস্তবায়নের প্রত্যয়ে 'স্মার্ট পুলিশ' অভিপ্রায়ে দুর্বার গতিতে এগিয়ে চলছে বাংলাদেশ পুলিশ। একটি জ্ঞানভিত্তিক অর্থনীতি, একটি উদ্ভাবনী জাতি এবং একটি অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল সমাজের জন্য টেকসই নিরাপত্তা ও শান্তি সুনিশ্চিত করতে দিবারাত্র নিরবিচ্ছিন্নভাবে কঠোর পরিশ্রম করে যাচ্ছে বাংলাদেশ পুলিশ। এরই ধারাবহিকতায় গত ২৪ঘন্টায় কুড়িগ্রাম জেলার বিভিন্ন থানায় বিশেষ অভিযান পরিচালনার জিআর ওয়ারেন্ট মূলে ০১জন (রাজারহাট), সিআর ওয়ারেন্ট মূলে ০২জন (রৌমারী-০১, নাগেশ্বরী-০১), সাজা সিআর ওয়ারেন্ট মূলে ০১জন (কুড়িগ্রাম), নিয়মিত মামলায় গ্রেফতার ১৪জন (কুড়িগ্রাম-০৮, উলিপুর-০২, ভূরুঙ্গামারী-০৩, রাজিবপুর-০১), ৩৪ধারায় ০১জন (কুড়িগ্রাম) সহ মোট ১৯জন আসামী গ্রেফতার করে। কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ রুহুল আমীন বলেন, নিরাপদ কুড়িগ্রামের জন্য আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। ফৌজদারি অপরাধ যেমন চুরি, ছিনতাই, মাদক, নারী নির্যাতন সহ শান্তিনবিনষ্ট কারী, উগ্রবাদ,সাইবার অপরাধের সাথে যেই জড়িত থাকুক না কেন, তাকে আইনের আওতায় আনতে বদ্ধ পরিকর টিম কুড়িগ্রাম জেলা পুলিশ। এভাবেই কুড়িগ্রাম জেলার সম্মানিত নাগরিকদের টেকসই নিরাপত্তার নিমিত্তে সদা জাগ্রত কুড়িগ্রাম জেলা পুলিশ।
দশ ট্রাক অস্ত্র মামলায় বাবরসহ ৬ আসামি খালাস
২১ আগস্ট গ্রেনেড হামলায় তারেক রহমানসহ সব আসামি খালাস
ইসকন নিষিদ্ধ হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার: হাইকোর্ট
সর্বশেষ সংবাদ