রায়পুরায় জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নারী-পুরুষসহ আহত ৭
- রায়পুরা (নরসিংদী) সংবাদদাতা:
-
২০২৩-০২-০৯ ০৭:৫২:২১
- Print
নরসিংদীর রায়পুরায় জমি সংক্রান্ত বিরোধের জেরে বিবাদী পক্ষের লোকজনের হামলায় নারী-পুরুষসহ অন্তত ৭জন গুরুতর আহতের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার দুপুর আনামুনিক ২ঘটিকায় উপজেলার মির্জানগর ইউনিয়নের উত্তর মির্জানগর গ্রামে এ ঘটনাটি ঘটে।
জানা যায়, জমি সংক্রান্ত বিরোধ নিয়ে এহতেশামুল হক এর সাথে প্রতিপক্ষের লোকজনের দ্বন্ধ চলে আসছিলো। জমির প্রকৃত মালিকানা দাবীদার এহতেশামুল হক বাদী হয়ে প্রতিপক্ষের বিরোদ্ধে আদালতে অভিযোগ দাখিল করিলে আদালত আইনশৃঙ্খলার পরিস্থিতি শান্ত রাখতে ১৪৫ ধারা জারী করেন। এরই প্রেক্ষিতে আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা সহাকারী কমিশনার ভূমি শফিকুল ইসলাম সরজমিনে পরিদর্শন করেন। পরির্দশন শেষে দুপক্ষের লোকজনকে জমির প্রয়োজনীয় কাগজপত্রাদী নিয়ে আগামী রবিবার সহকারী কমিশনারের কার্যালয়ে উপস্থিত হওয়ার জন্য নির্দেশ প্রদান করেন। ঘটনাস্থল থেকে ভূমি কর্মকতা চলে আসার পর পরই বিবাদী পক্ষের লোকজন ক্ষিপ্ত হয়ে বাদী পক্ষের লোকজনের উপর অর্তকিত হামলা চালায়। এসময় রক্তাক্ত জখম হয়ে গুরুতর আহত হয় বাদী পক্ষের অন্তত ৭ জন। আহতরা হলেন, এমদাদুল হক চৌধুরী (৬০), আহমেদ ইউসূফ আব্দুল্লাহ (২৩). ইসমাত জাহার ঐশী (২০), রোজিনা চৌধুরী (৪৮), শারমিন চৌধুরী (৪০) সহ ৭জন। আহতরা নিকটস্থ্য স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধিন রয়েছেন।
বাদী এহতেশামুল হক জানান, পৈতৃক সূত্রে এ সম্পত্তি মালিক আমরা। সকল প্রমানাদী আমাদের পক্ষে থাকা সত্তেও প্রতিপক্ষের লোকজন আমাদেরকে বিভিন্নভাবে হয়রানী করে আসছে।
উপজেলা সহকারী কমিশনার ভূমি শফিকুল ইসলাম বলেন, আমি সরজমিনে উপস্থিত হয়ে পরিদর্শন শেষে উভয় পক্ষকে আগামী রবিবার প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে উপজেলা ভূমি অফিসে হাজির হওয়ার জন্য নির্দেশ দিয়ে আসছি। পরবির্ততে তাদের মধ্যে কি হয়েছে তা আমার জানা নেই।