ঢাকা শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
গাজীপুরে দুদকের গণশুনানি, অভিযোগের পাহাড়
  • হাসিব খান, গাজীপুর
  • ২০২৩-০১-৩০ ১০:৫০:২৫

গাজীপুরে দুর্নীতি দমন কমিশনের (দুদক) গণশুনানিতে ছিল অভিযোগের পাহাড়।

সরকারি, স্বায়ত্তশাসিত ও সেবামূলক বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে হয়রানি, দুর্নীতি, অনিয়ম ও ঘুস নেয়াসহ নানা অভিযোগের আঙুল তোলেন সেবাগ্রহীতারা।

গণশুনানিতে শতাধিক অভিযোগ করেন ভিকটিম ও হয়রানির শিকার ব্যক্তিরা। এর মধ্যে টি অভিযোগ নিয়ে আলোচনা হয়। অভিযুক্ত প্রতিষ্ঠান ও কর্মকর্তারা কিছু কিছু অভিযোগের দায়সারা জবাব দেন। সোমবার (৩০ জানুয়ারি)  সকালে গাজীপুর শহীদ বঙ্গতাজ  অডিটোরিয়ামে এই গণশুনানির আয়োজন করা হয়। গাজীপুরে এই প্রথম ২৩টি সরকারি দপ্তরের বিরুদ্ধে ৮৬টি অভিযোগ করেন ভুক্তভোগীরা। এর মধ্যে কিছু অভিযোগ সুনির্দিষ্ট আবার কিছু অভিযোগ ছিল ঢালাও।

গাজীপুর জেলা প্রশাসক আনিসুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের সচিব মো:মাহবুব হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা বিভাগের দুর্নীতি দমন কমিশনের পরিচালক মোরশেদ আলম,দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক আক্তার হোসেন,গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার আবু তোরাব মো: শামসুর রহমান,গাজীপুর পুলিশ সুপার কাজী শরিফুল ইসলাম, গাজীপুর জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এম.এ.বারী এবং সাধারণ সম্পাদক মুকুল কুমার মল্লিক।

দুপুরের অধিবেশনে বিভিন্ন ২৩টি সরকারি দপ্তরের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও হয়রানির ৮৬ টি অভিযোগ নিয়ে কথা বলেন ভুক্তভোগীরা। এ সময় দুদক কমিশনার দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে নির্দেশনা দেন।

দিনব্যাপী এই গণশুনানিতে অভিযোগের পাহাড় জমা পড়ে শিল্পঅধ্যুষিত গাজীপুরের ভূমি কার্যক্রমে। সালনা ও সদর ভূমি অফিসের কর্মকর্তাদের যোগসাজশে মোট জোতের বেশি নামজারি,হয়রানী ও ঘুষ বাণিজ্যের অভিযোগ করেন সেবাগ্রহীতারা। সাব-রেজিস্টি অফিসে ভূয়া দলিল নানা অজুহাতে অতিরিক্ত অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ উঠে।

এ সময় গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতির পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে শতভাগ প্রকল্পে মালামাল বাহিরে বিক্রি করে অর্থ আত্মসাতের অভিযুক্তি উঠলে,সেটি আমলে নিয়ে দ্রুত তদন্তের নির্দেশ দেন দুর্নীতি দমন কমিশন। এছাড়াও অনুষ্ঠানে জনগুরুত্বপূর্ণ পাসপোর্ট,বিআরটিএ,সমাজসেবা,পরিবেশ অধিদপ্তর ও সিটি কর্পোরেশনের দুর্নীতি ও অনিয়মের বিষয়ে সংশ্লিষ্ট বিভাগ ও দপ্তরের কর্মকর্তা প্রতিনিধিদের নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়ার নিদের্শ দেন দুদক সচিব। তাৎক্ষণিক উপস্থিত সংশ্লিষ্ট বিভাগের কেউ কেউ দায়সারা জবাব দেন। 

পরে দুর্নীতিবাজদের কঠোর হুঁশিয়ারি দিয়ে দুর্নীতি দমন কমিশনের সচিব বলেন,উত্থাপিত প্রতিটি অভিযোগ আমলে নিয়ে পর্যবেক্ষণ ও অনুসন্ধান করবে দুদক।

চট্টগ্রামে ১০ এলাকায় ওয়াসার পানির সমস্যা, দুর্ভোগে রোজাদাররা
হাঁড় কাপানো শীতে জবুথবু অবস্থা উত্তরের জনজীবন
দিনাজপুরে হিমেল বাতাস আর ঘন কুয়াশ্য়া ঘর থেকে বের হওয়া যাচ্ছে না
সর্বশেষ সংবাদ