সাভার ও মিরপুর থেকে দেশীয় জাতের বিভিন্ন প্রজাতির ১৫০টি পাখি উদ্ধার
- জসিম উদ্দিন বিজয়, সাভার
-
২০২৩-০১-২৮ ১২:৩৭:৪৬
- Print
সাভারের চাপাইন ও রাজধানীর মিরপুর থেকে দেশীয় জাতের বিভিন্ন প্রজাতির ১৫০টি পাখি উদ্ধার করেছে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট। তবে, অভিযানের খবর টের পেয়ে পালিয়ে যায় এসব পাখি বিক্রির জন্য সংরক্ষণে রাখা পাখি ব্যবসায়ী শাহ আলম। শাহ আলমের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট।
শুক্রবার সকাল ১১টার দিকে সাভারের চাপাইন পূর্ব পাড়া থেকে দেশীয় জাতের ১০০টি পাখি উদ্ধার করা হয়। এর আগে রাজধানীর মিরপুর থেকে আরো ৫০টি দেশীয় জাতের পাখি উদ্ধার করা হয়।
ঢাকা বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিদর্শক নার্গিস সুলতানা জানান, দীর্ঘ দিন ধরে বিভিন্ন স্থানে পাখি সংরক্ষণ করে অনলাইনের মাধ্যমে দেশীয় জাতের পাখি বিক্রি করে আসছিল পাখি ব্যবসায়ী শাহ আলম। পরে গোপন সংবাদের ভিত্তিতে সকাল ৮টা থেকে সাভারের চাপাইন পূর্ব পাড়ায় শাহ আলমের ভাড়া বাসায় অভিযান চালিয়ে উদ্ধার করা হয় ১০০টি দেশীয় জাতের বিভিন্ন প্রজাতির টিয়া পাখি। এসময় অভিযানের খবর টের পেয়ে পালিয়ে যায় পাখি ব্যবসায়ী শাহ আলম। এর আগে রাজধানীর মিরপুর থেকে উদ্ধার করা হয় আরো ৫০টি দেশীয় জাতের বিভিন্ন প্রজাতির পাখি।
তিনি আরো বলেন, উদ্ধারকৃত পাখিগুলো উর্ধতন কর্মকর্তাদের সাথে আলোচনা করে উপযুক্ত পরিবেশে অবমুক্ত করা হবে। এছাড়া পালিয়ে যাওয়া পাখি ব্যবসায়ী শাহ আলমের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।