নারায়ণগঞ্জের রূপগঞ্জে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে প্রকাশ্যে দিবালোকে এক ব্যবসায়ীর কাছ থেকে মালামাল লুটের চেষ্টাকালে আলী হোসেন নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার (২৫ অক্টোবর) বিকেলে উপজেলার ভোলাব ইউনিয়নের আতলাপুর বাজারে ঘটে এ ঘটনা।
এ ঘটনায় গ্রেপ্তারকৃত আলী হোসেনকে বুধবার (২৬ অক্টোবর) সকালে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
মামলার এজাহারের বরাত দিয়ে রূপগঞ্জ থানার ইন্সপেক্টর (ওসি/তদন্ত) হুমায়ুন কবির মোল্লা জানান, চারিতালুক এলাকার ব্যবসায়ী রবিউল্লাহ মিয়ার আতলাপুর বাজারে একটি মুদি দোকানঘর ও দ্বিতীয় তলা বিশিষ্ট বিল্ডিং রয়েছে। বাজারের সামনের রাস্তা প্রশস্ত্যকরণের লক্ষ্যে উপজেলা প্রশাসন উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। ওই সময় প্রায় ৬ ফুট দোকানঘর ও দ্বিতীয় তলা বিশিষ্ট বিল্ডিং ভাঙ্গা পড়ে। ভাঙ্গার প্রায় ৩’শ কেজী রড দোকানের সামনে মজুদ রাখেন রবিউল্লাহ মিয়া।
গত মঙ্গলবার বিকেলে অভিযুক্ত আলী হোসেন, রাসেল, জালাল ও আলভিসহ অজ্ঞাত কয়েকজন প্রকাশ্যে দিবালোকে ধারারো অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে মজুদকৃত রড লুট করে নিয়ে যাওয়ার চেষ্টা চালায়। এসময় ব্যবসায়ী রবিউল্লাহ বাঁধা দিলে তাকে অস্ত্রেরমুখে জিম্মি করে মারধর করে হামলাকারীরা। পরে রবিউল্লাহর ছেলে রফিকুল ইসলাম ৯৯৯ তে কল করে পুলিশের সহযোগীতা চাইলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা পেয়ে অভিযুক্তদের ধাওয়া করে আলী হোসেনকে গ্রেপ্তার করতে সক্ষম হন। বাকিরা পালিয়ে যায়।
এ ঘটনায় ব্যবসায়ী রবিউল্লাহ মিয়া বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। আসামীকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।