সিরাজগঞ্জে ইয়াবা ট্যাবলেট'সহ আটক -১
- নাজমুল হোসেন, সিরাজগঞ্জ
-
২০২২-১০-২৪ ০৬:২৫:৪৫
- Print
সিরাজগঞ্জ জেলা গোয়েন্দা শাখা কর্তৃক ৫০ পিচ ইয়াবা ট্যাবলেট’সহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
সোমবার (২৪ অক্টোবর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ জাকেরিয়া হোসেন।
সিরাজগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ আরিফুর রহমান মন্ডল, বিপিএম (বার), পিপিএম (বার) নির্দেশক্রমে অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখার মোঃ জাকেরিয়া হোসেন এর সার্বিক তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখা, সিরাজগঞ্জ পুলিশের এসআই(নিঃ)/মোঃ মেহেদী হাসান এর নেতৃত্বে একটি আভিযানিক দল গত ২৩ অক্টোবর সাড়ে ৪ টায় গোপন সংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জ থানাধীন সয়াগোবিন্দ জামে মসজিদ এর পূর্ব পার্শ্বে জনৈক মোঃ আলতাফ শেখ (৭০) এর ভারাটিয়া মোঃ তানজির শেখ(৩৬), পিতা-মৃত সফর আলী এর বসত ঘরের মধ্যে মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করা হয়।
এসময় আসামী মোঃ তানজির শেখ(৩৬), পিতা-মৃত সফর আলী, মাতা-মৃত হাজরা বেগম, সাং-পুরান ভাঙ্গাবাড়ি,থানা ও জেলা-সিরাজগঞ্জ এর হেফাজত হইতে জব্দকৃত ৫০(পঞ্চাশ) পিচ ইয়াবা ট্যাবলেট’সহ গ্রেফতার করা হয়। এ সংক্রান্তে সিরাজগঞ্জ থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করে আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।