বেলাবতে ষষ্ঠ শ্রেণির স্কুল ছাত্রীকে উত্ত্যপ্ত ও ময়লা ফেলাকে কেন্দ্র করে ছাত্রীর মাকে গুরুতর জখম
- হাজী জাহিদ, নরসিংদী
-
২০২২-০৯-২৮ ১২:১৬:২৫
- Print
নরসিংদী বেলাব উপজেলায় স্কুল ছাত্রীতে ইভটিজিং করার প্রতিবাদ করায় বখাটে কর্তৃক হামলার শিকার হয়েছে মেয়ের মা অঞ্জনা (২৯)ও চাচা নয়ন মিয়া। অঞ্জনা আক্তার বর্তমানে বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসাধিন রয়েছে। এঘটনায় বেলাব থানায় অভিযোগ দেয়া হয়েছে বলে জানাজায়।
আহত অঞ্জনা জানান, তার মেয়ে বেলাব উপজেলার বাজনাবো দক্ষিণধর মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেনীতে পড়ুয়া তাসরিন জাহান বর্ণ(১২) কে দীর্ঘদিন থেকে উত্যক্ত করে আসছে একই এলাকার জজ মিয়ার ছেলে শাকিল, ও তার সহযোগীরা।
সোমবার ২৬/০৯/২০২২ সকালে বাড়ির ময়লা ফেলতে বসতঘরের পিছনে জঙ্গলে গেলে ঐ সময় ওত পেতে থাকা বখাটে শাকিল ও তার সহযোগীরা মেয়েকে চাপড়াইয়া ধরে এবং ভাড়া করে আনা মাইক্রোতে তোলার চেষ্টা করে তার ডাক চিৎকারে তার মা অঞ্জনা ছুটে গেলে তাকে মারপিট করে ও দাঁড়ালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে গুরুতর জখম করে।
এই ঘটনার সময় অঞ্জনার দেবর নয়ন শাশুড়ি রোকেয়া খাতুন মা মেয়ের ডাক চিৎকার শুনতে পেয়ে তারা ছুটে যায়, বখাটে শাকিল তাদেরকে দেখে ভাড়াটিয়া সন্ত্রাসীদেরকে দিয়ে তাদের দুইজনকে পিটিয়ে গুরুতর জখম করে।
ভাড়াটিয়া সন্ত্রাসী ও বখাটে শাকিল জোরপূর্বক স্কুল ছাত্রীকে অশ্লীলতাহানির চেষ্টা করে তার গলাতে থাকা মা মেয়ের চেইন ছিড়ে নিয়ে যায়, টানাহেসরার একপর্যায়ে এলাকার লোকজন ছুটে এলে মাইক্রোবাসে থাকা বখাটেরা অতি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
এলাকার লোকজন গুরুতর জখম অবস্থায় অঞ্জনা ও তার দেবর নয়নকে দ্রুত বেলাবো স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করান। অঞ্জনার অবস্থা খারাপ দেখে তাকে হাসপাতালে ভর্তি দেন, ও নয়নকে চিকিৎসা শেষে ছেড়ে দেন। এ ব্যাপারে কিছু সুস্থ হয়ে অঞ্জনা বেলাবো থানায় একটি অভিযোগ দায়ের করেছেন বলে জানান ভুক্তভোগী পরিবার। অভিযুক্ত শাকিল এর বক্তব্য নেওয়ার জন্য তার বাড়িতে গেলে সাংবাদিকদের মোটরসাইকেল দেখে দরজা জানালা বন্ধ করে তারা পালিয়ে যায় তাই তাদের বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। তানভীর আহমেদ
অফিসার ইনচার্জ, বেলাব থানা, নরসিংদী এ
মোবাইল নম্বরে-01320091517 একাধিকবার ফোন দিলে রিসিভ হয়নি তাই উনার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। এই অভিযোগটি তদন্ত দায়িত্বপ্রাপ্ত এসআই সজল এর কাছ থেকে বিষয়টি জানতে চাইলে তিনি জানান আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি ময়লা ফেলাকে কেন্দ্র করে আজকের দুই পক্ষের সংঘর্ষে ঘটনা ঘটেছে এতে উভয় পক্ষই আহত হয়েছে, তবে স্কুল ছাত্রীকে উত্ত্যপ্ত ইভটিজিং করার কথাটি তার পরিবার আমাকে জানিয়েছে আমি তদন্ত করে ব্যবস্থা নিব।