পটুয়াখালীতে ডিবির অভিযানে ৬ মাদক ব্যবসায়ী আটক
- এইচ এম মোজাহিদুল ইসলাম নান্নু, পটুয়াখালী
-
২০২২-০৯-২৬ ০৮:৫১:৫৭
- Print
পটুয়াখালীতে মাদক কেনা-বেচাকালে ৬ যুবককে আটক করেছে গোয়েন্দা পুলিশের একটি দল। রোববার রাতে পটুয়াখালী জেলা শহরে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পটুয়াখালী গোয়েন্দা পুলিশের ওসি একেএম আজমল হুদা সোমবার দুপুরে এমন তথ্য নিশ্চিৎ করেছেন। আটককৃতের মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আটককৃতরা সকলে পটুয়াখালী শহরের বিভিন্ন এলাকায় অবস্থান করে আইন শৃঙ্খলাবাহিনীর সোর্স পরিচয়ে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন।
আটককৃতরা হলেন-পটুয়াখালী জেলা শ্রমিকলীগের যুগ্ম সাধারন সম্পাদক ফারুক ফকিরের ছেলে মো. সোহেল ফকির(২৯) ওরফে ভাব সোহেল,বাউফল উপজেলার কাছিপাড়ার মতিউর রহমানের ছেলে নজরুল ইসলাম(৪০), লাউকাঠির ইউনিয়নের শ্রীরামপুরের মো. আমীর গাজীর ছেলে জসিম গাজী(৩৮), বহালগাছিয়া আমসার তালুকদারের ছেলে মোঃ নুর আলম তালুকদার (২৩) টাউন কালিকাপুরের মোতালেব তালুকদারের ছেলে মোঃ বেল্লাল তালুকদার(২৪)এবং গলাচিপা উপজেলার পানপট্টি এলাকার জলিল শিকদার ছেলে মোঃ সাইদুল ইসলাম (১৯)।
ঘটনার বরাত দিয়ে গোয়েন্দা পুলিশের ওসি একেএম আজমল হদা বলেন-রোববার রাতে শহরের হাউজ এলাকায় স্বপ্ন বিলাস বাড়ীর সামনে মাদক সরবরাহকালে মো. সোহেল ফকির, নজরুল ইসলাম, জসিম গাজীকে আটক করে এসআই সম্বিত রায় ও সাইদুল ইসলাম। অভিযানকালে তাদের কাছ থেকে ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই টিম অপর একটি অভিযানে নুর আলম তালুকদার, বেল্লাল তালুকদার ও সাইদুল ইসলামকে আটক করে। এসময় তাদের কাছ থেকে গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজার মূল্য প্রায় দেড় লাখ টাকা বলে জানান পুলিশ।