আমতলীতে অজ্ঞানপার্টি সক্রিয়, মিশুক ছিনতাই
- মাহতাবুর রহমান, আমতলী, বরগুনা
-
২০২২-০৯-২০ ১০:৫৯:৫৮
- Print
বরগুনার আমতলী উপজেলার আমতলী সদর ইউনিয়নের পুজাখোলা ইসলামপুর সাকিনের হাফেজ মো,দেলোয়ার হোসেন এর পুএ মোঃ ইলিয়াস সংসারের ভরনপোষণ চালাবার তাগিদে একমাস পূর্বে একটি আট সিটের আটো রিকশা (মিশুক) কিনেন।
প্রতিদিনের ন্যায় ৬ সেপ্টেম্বর সকালে বাসা থেকে ভাড়ার জন্য বেরিয়ে যান, এবং দুপুরে কল্যাণপুর আসলে চোরচক্রের তিন সদস্য এসে তাকে আমতলী হাসপাতালে যাবে বললে, চালক ইলিয়াস দুপুর তাই যাবে না বলেন। দুর্বৃত্তরা ভাড়া পুসিয়ে দেবো বলে তারা আটোতে উঠেন। এবং চালক ইলিয়াস তাদেরকে নিয়ে আমতলী হাসপাতালের সামনে গেলে কৌশলে চোর চক্রের সদস্যরা তাকে কেক ও সেভেন আপ খাওয়ান। সে অজ্ঞান হলে কৌশলে আটো মিশুক গাড়ি টি নিয়ে পালিয়ে যায়। স্হানীয়রা অজ্ঞান অবস্থায় ইলিয়াস কে আমতলী হাসপাতালে ভর্তি করেন। ভূতভোগী হাফেজ মোঃ দেলোয়ার বলেন আমি ধারকর্জ করে এই আটো মিশুক টি কিনছিলাম। গাড়টি চুরি হওয়ায় আমি অতিকষ্টে দিনযাপন করছি। তিনি প্রশাসনের সুদৃষ্টি কামনা করছেন।